এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিচ্ছে : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিচ্ছে : বাণিজ্যমন্ত্রী
বুধবার, ১৭ আগস্ট ২০২২



---

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অভিযোগ করে বলেছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের দাম বাড়ানোর সুযোগ নিচ্ছে।
তিনি বলেন, ‘তেলের দাম যে পরিমাণ বাড়ানো হয়েছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের দাম সেই তুলনায় অনেক বেশি নেওয়ার সুযোগ নিচ্ছেন।’
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিষয়ে টিআইবি প্রকাশিত রিপোর্টের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ¦ালানি তেলের দাম যা বাড়ানো হয়েছে, তাতে কেজিতে চালের দাম বড় জোর ৫০ পয়সা বাড়তে পারে। কিন্তু ৪ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর কোন যুক্তি থাকতে পারে না। তার মানে কেউ কেউ অতি মুনাফার সুযোগটা নিচ্ছে। আবার কেউ কেউ পণ্য পরিবহন খরচ বাড়ানোরও সুযোগ নিচ্ছে। তবে এসব অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
টিপু মুনশি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের কারনে মানুষ কষ্টে আছে সেটা আমরা স্বীকার করি। এজন্য পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ইতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে। আগামী দু’এক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ক্ষেত্রে অনিয়ম হয়নি দাবি করে তিনি বলেন, কার্ড বিতরণে অনিয়ম হয়েছে বলে টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে-সেটি যথাযথ তথ্যের ভিত্তিতে করা হয়নি। তিনি জানান, ১ কোটি ডিজিটাল ফ্যামিলি কার্ডের প্রায় ৯৫ শতাংশই ইতোমধ্যে সুবিধাভোগিরা পেয়ে গেছেন। বাকী ৫ শতাংশ দ্রুত বিতরণ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৫   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ