চা-শ্রমিকদের আন্দোলন: দু’দফা বৈঠকেও হয়নি সমঝোতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চা-শ্রমিকদের আন্দোলন: দু’দফা বৈঠকেও হয়নি সমঝোতা
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২



---

বৈঠকে ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবি মেনে না নেয়াতে অনির্দিষ্টকালের কর্মবিরতি থেকে সরে দাঁড়ায়নি চা শ্রমিকরা। এতে দেশের সব কটি চা বাগানে কর্মবিরতি অব্যাহত রাখা প্রতিশ্রুতি জানিয়েছে তারা।

তবে শোক মাস থাকায় তারা এ কর্মবিরতি চলাকালীন রাস্তায় ঘাটে কোনো অবরোধ ও মানববন্ধনের মতো কর্মসূচি না করার প্রতিশ্রুতিও দিয়েছেন শ্রমিকরা।

প্রতিশ্রুতি অনুযায়ী, যে সব আন্দোলন কর্মসূচি করবে তা সবই চা বাগান এলাকায় সীমাবদ্ধ রাখা হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পূর্বের নির্ধারিত বৈঠকের অংশ হিসাবে বিভাগীয় শ্রম অধিদফতর শ্রীমঙ্গল কার্যালয়ে বাংলাদেশ শ্রম অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে চা শ্রমিক নেতৃবৃন্দ সমস্যা সমাধানে এক বৈঠকে বসেন। এ বৈঠকে বাংলাদেশ শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী নেতৃত্ব দেন।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম অধিদফতরের উপ পরিচালক মুহাম্মদ নাহিদুর রহমান, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমুখ।

আর চা শ্রমিকদের পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহসভাপতি পঙ্কজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক নিপেন পাল, বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা প্রমুখ।

বৈঠকের শুরুতে বিভিন্ন চা বাগান থেকে আসা চা শ্রমিক নেতাদের নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখা হয়। এসব সমস্যা শ্রম মহাপরিচালক তা ধৈর্য ধরে শোনেন। এ বৈঠক প্রায় তিন ঘণ্টা চলে। বৈঠকের শেষ পর্যায়ে এসে শ্রম অধিদফতরের মহাপরিচালক শ্রমিকদের উদ্দেশে কথা বলেন। তার বক্তব্যে চা শ্রমিক নেতাদের চলমান এ কর্মবিরতি আগামী ২৩ আগস্ট পর্যন্ত স্থগিত রাখার আবেদন জানান। একইসঙ্গে ২৩ আগস্ট শ্রমিক মালিক ও সরকার ত্রিপক্ষীয় বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস দেন।

চা শ্রমিকরা তাৎক্ষণিকভাবে বৈঠকেই এমন আশ্বাস প্রত্যাখ্যান করেন। তবে মহাপরিচালক তাদের বিষয়টি ভেবে দেখতে ঘণ্টা দেড়েক সময় দেন। এ সময় চা শ্রমিকরা শ্রম ভবনের ভিতর ও বাইরে বিক্ষোভ করে। পরে তারা চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল সাংবাদিকদের জানান, মজুরির বিষয়ে সুষ্ঠু সমাধান না আসাতে তারা তাদের বৈঠকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে সন্ধ্যায় চা শ্রমিকদের সঙ্গে মহাপরিচালকের দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে নতুন করে সিদ্ধান্ত হয় বুধবার (১৭) বিকেল ৪টায় চা বাগান মালিক ও চা শ্রমিক পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শ্রম ভবনে অনুষ্ঠিত হবে।

তবে এ বৈঠকের পর ২৩ আগস্ট আবারও শ্রম প্রতিমন্ত্রীকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথাও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৭   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ