‘নবজাতক পাওনা’ নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ হিজড়া কারাগারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নবজাতক পাওনা’ নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ হিজড়া কারাগারে
সোমবার, ১৫ আগস্ট ২০২২



---

রাজধানীর উত্তরায় ‘নবজাতক পাওনা’ আদায়ের নামে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন ৪ হিজড়া সদস্য। রোববার (১৫ আগস্ট) উত্তরার ৯নং সেক্টর থেকে আলো হিজড়া (২৮), শারমীন হিজড়া (২৩), মিম হিজড়া (৩০) এবং রুমা হিজড়া (২৫) নামের চার জনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা গেছে, কন্যাসন্তান হওয়ায় উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকার ৪নং রোডের ১০ নম্বর বাসার ভাড়াটিয়া আব্দুর রহিমের কাছে ২০ হাজার টাকা দাবি করে আসছিল ওই তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যরা। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গ্রেপ্তারকৃতরা ওই ভাড়াটিয়ার নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেয় এবং ঘরের দরজার সামনে লাথি মারাসহ চিৎকার-চেঁচামেচি করতে থাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিতি হয় পুলিশ।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, অভিযুক্ত হিজড়ারা ‘নবজাতক পাওনা’ নাম করে ওই ভাড়াটিয়ার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই ভাড়াটিয়া বাধ্য হয়ে ৩ হাজার টাকা দেন। বাকি টাকার জন্য হিজড়ারা ওই নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেয় এবং দরজায় লাথি মারাসহ চিৎকার-চেঁচামেচি করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চাঁদাবাজির ৩ হাজার টাকাসহ ‘শান্তি হিজড়া সংঘ’ নামের চাঁদা আদায়ের কার্ড জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দ্রুতবিচার আইনে মামলা (নং-৪১) দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:১৩:১৪   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ