সত্য গল্প নিয়ে সিনেমায় আসছেন কাজল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সত্য গল্প নিয়ে সিনেমায় আসছেন কাজল
শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২



---

ভারতীয় দাপুটে অভিনেত্রী কাজল। বলিউডে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। মাঝে কিছুদিন ব্রেক নিয়ে আবার পুরোদমে ফিরেছেন কাজে। এরই মাঝে বেশ কিছু শক্তিশালী নারীকেন্দ্রিক সিনেমা করার দিকে মন দিয়েছেন কাজল।

কাজলের নারীকেন্দ্রিক সিনেমার মাঝে ‘হেলিকপ্টার ইলা’, ‘ত্রিভঙ্গ’ সিনেমা অন্যতম। এবার এসব সিনেমার তালিকায় যোগ হতে যাচ্ছে আরেকটি সিনেমা। ভারতের মুম্বাইয়ে হয়ে গেল সেই সিনেমার মহরতও। সিনেমার নাম ‘সালাম ভেঙ্কি’।

সিনেমার মহরতের ছবি কাজল তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা হ্যান্ডলুমের শাড়ি পরে আছেন তিনি। একেবারে ছিমছাম লুক। এক মায়ের চরিত্রে আবার দেখা যাবে কাজলকে। যেমনটা দেখা গিয়েছিল ‘হেলিকপ্টার ইলা’ ও ‘ত্রিভঙ্গ’তে।

একটি স্টিল ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজ আমরা নতুন গল্পের যাত্রা শুরু করলাম। এই গল্পটা বলা খুবই দরকার। সালাম ভেঙ্কির গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার অপেক্ষায় আছি।’ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রেবতি। যে ছবি কাজল শেয়ার করেছেন, তাতে ক্ল্যাপস্টিক হাতে রয়েছেন রেবতিও। সত্য গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘সালাম ভেঙ্কি’।

সিনেমাটি প্রযোজনা করছেন সুরজ সিং, শ্রদ্ধা আগরওয়াল, বর্ষা কুক্রেজা। সিনেমার প্রথম শিডিউলের শুটিং শুরু হয়েছে। গল্পে দেখানো হয়েছে এক মায়ের গল্প।বাস্তব জীবন থেকে উঠে এসেছে সিনেমার চরিত্ররা।

অভিনেত্রী কাজলের বোন তানিশা সিনেমার শুভ কামনা করে তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার সোনার নারীরা, তোমরা যাই কর না কেন, সেটাই সোনায় রূপান্তরিত হয়। শুভ কামনা জানাই।’

ভারতীয় সংবাদমাধ্যমের খবর , থ্রি ইডিয়টস’খ্যাত পরিচালক রাজকুমার হিরানির আসন্ন সিনেমায় নাকি অভিনয় করবেন কাজল। এ বিষয়ে কাজল সংবাদমাধ্যমে বলেছেন, ‘ওরা আমাকে এখনো অ্যাপ্রোচ করেনি। আমি স্ক্রিপ্ট পড়ছি, শুনছি। ভার্চুয়াল মিটিং করছি। তবে এখনো কিছু ঠিক করিনি।’

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৩৪   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ