বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর

প্রথম পাতা » খুলনা » বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
রবিবার, ১৪ আগস্ট ২০২২



---

সাতক্ষীরার তালায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা আটটি গরু মারা গেছে।

রোববার (১৪ আগস্ট) সকালে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৩ আগস্ট) রাতে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের শুভাশুনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রহমান উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের চালক ছিলেন।

জানা গেছে, শনিবার রাতে একটি গরুবোঝাই ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাক খাদে পড়ে চালকসহ আটজন আহত হন। এ সময় স্থানীয়রা চালককে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকে থাকা আটটি গরু।

এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১১:৪৪   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ