হার্ডওয়্যার ব্যবসায়ী থেকে ভাইরাল গায়ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » হার্ডওয়্যার ব্যবসায়ী থেকে ভাইরাল গায়ক
শনিবার, ১৩ আগস্ট ২০২২



---

পরিস্থিতির শিকার হয়ে আট মাস আগে দোকান বন্ধ করেন। কেন ব্যবসা বন্ধ করতে হলো তা নিয়ে বাঁধলেন র‌্যাপ গান। আর সেই গান সোশাল মিডিয়ায় ভাইরাল।

একটি হার্ডওয়্যারের দোকানদার ছিলেন। পরিস্থিতির শিকার হয়ে আট মাস আগে দোকান বন্ধ করতে বাধ্য হন দোকান। ব্যবসায় ক্ষতি আর ব্যক্তিগত জীবনের অভাব-অনটন। পরে এই অভাব-অনটন আর সমস্যার গল্প নিয়ে বেঁধেছেন একটি র‍্যাপ গান। যেটার নাম ‘ব্যবসার পরিস্থিতি’। গানটি ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি গান জীবন পাল্টে দিয়েছে এই হার্ডওয়্যার ব্যবসায়ীর। এটি সিনেমা বা নাটকের গল্প নয়। নারায়ণগঞ্জের বাসিন্দা আলী হাসানের জীবনের গল্প এটি।

গানটি প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে বর্তমান সময়ের কথা বলা এই গান। শুক্রবার (১৩ আগস্ট) গানটি প্রকাশ করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। শুধু গানটির শিল্পীই নন, তিনি গানের কথা ও সুরও নিজেই করেছেন আলী হাসান। গানটির মডেলও তিনি। আলী হাসান ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। ভিডিও পরিচালনা করেছেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। ভিডিওর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইশা খান দূর।

আলী হাসান বলেন, ‘বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যার দোকানের হাল ধরেছিলাম। লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিয়েছি। এই গান ভাইরালের জন্য আমি করিনি। বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। দেড় বছর আগে আমার দোকানে বসেই গানটি লিখেছি।’

ব্যবসায়ী হলেও ২০১০ সাল থেকে র‍্যাপ গানের সঙ্গে যুক্ত আলী হাসান। বেশ কয়েকটি কনসার্টে গান করেছেন তিনি। খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ শিরোনামে দুটি র‍্যাপ গান প্রকাশ করেছেন তিনি। তবে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেই তার। বরং জীবন গোছাতে তিনি বিদেশ পাড়ি দেয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৬   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ