আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শনিবার, ১৩ আগস্ট ২০২২



---

আজ ১৩ আগস্ট ২০২২, শনিবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। এগুলো হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে জ্যোতিষীরা মানুষের ভাগ্য সম্পর্কে বলতে পারার শাস্ত্রটি অতি প্রাচীন হলেও বেশ সূক্ষ্ম। চলুন, জেনে নিই ১২টি রাশি সম্পর্কে–

মেষ:
ব্যবসায় উন্নতির চেষ্টা করুন। প্রেমের ব্যাপারে বড় অশান্তি আসতে পারে। শত্রুদের থেকে সতর্ক থাকুন। আর্থিক সংকটের সম্ভাবনা রয়েছে। বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সাবধানে গাড়ি চালান। ভালো কাজের জন্য বন্ধুর প্রশংসা পেতে পারেন।

বৃষ:
অর্থ ভাগ্য ভালো নয়। প্রেমের দিক দিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। অফিসের পরিবেশ খারাপ থাকবে। পরিবারের দায়িত্বের ভার থাকবে। কাউকে ঋণ দেয়া থেকে বিরত থাকুন।

মিথুন:
দিন ভালো কাটবে। গৃহে অতিথি যোগ। অফিসের কাজে দূরে যেতে হতে পারেন। ছাত্ররা পড়াশোনায় মনোনিবেশ করবেন। স্বাস্থ্য উন্নতি হবে। বয়স্কদের যত্ন নিন। জীবনে সাফল্য পেতে হুট করে সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন।

কর্কট:
বাবার সঙ্গে ছোট বিবাদ বড় আকার নিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটান। ছোট কোনো কাজই এড়িয়ে যাবেন না। আয়ের নতুন সুযোগ আসবে। ঋণের টাকা ফিরে পেতে পারেন। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ব হবে। বাসস্থান বদলের পরিকল্পনা শুভ হতে পারে।

সিংহ:
ব্যবসায় নতুন চিন্তা হতে পারে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। অবসাদগ্রস্ত থাকবেন। কাজের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সুস্বাস্থ্যের জন্য বেশি মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

কন্যা:
দায়িত্ব বেশি থাকবে। চিকিৎসার কাজে সারাদিন অস্থির থাকতে হবে। সময়ের মধ্যে অফিসের কাজ শেষ করার চেষ্টায় সাফল্য পাবেন। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। কাজে উন্নতি হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে।

তুলা:
কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। ভালো কাজে অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা লাভ করবেন। ঋণের টাকা ফিরে পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। মেধার বিকাশ ঘটাতে পারায় যেকোনো আলোচনায় সফল হবেন।

বৃশ্চিক:
তরুণ-তরুণীরা সাফল্য লাভ করবেন। পড়ুয়ারা ভালো খবর পাবে। দাম্পত্য জীবন ভালো কাটবে। পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে যা আপনার দুঃখের কারণ হতে পারে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। অধিক অর্থ ব্যয় এবং ভ্রমণ থেকে নিজেকে আজ বিরত রাখুন।

ধনু:
মানসিক শান্তি ফিরে পাওয়ায় কাজে গতি ফিরে পাবেন। অযথাই বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সাবধান থাকুন। কাজের চাপ থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। কোনো আত্মীয়ের সঙ্গে আজ দেখা হতে পারে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে।

মকর:
দিন ভালো কাটবে। পরিজনদের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। আয়ের পথ বাড়বে।

কুম্ভ:
ব্যবসায়িক ফল খুব ভালো নয়। অফিসের পরিবেশ অবসাদপূর্ণভাবে যাবে। সময়ের মধ্যে কাজ পুরো করুন। জরুরি সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। অচেনা ব্যক্তিদের সঙ্গে বেশি মেলামেশা না করলেই ভালো করবেন।

মীন:
বাড়িতে শুভ কাজের জন্য খরচ হবে। কাজের দিক দিয়ে দায়িত্ব বেশি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক বিবাদ হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। সম্পত্তি নিয়ে আইনি সাহায্য নিতে হতে পারে। নিজের ক্ষতি এড়াতে উত্তেজনা পরিহার করুন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৩:৪৬   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ