লিভারপুলের সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেছেন ইলিয়ট

প্রথম পাতা » খেলা » লিভারপুলের সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেছেন ইলিয়ট
শুক্রবার, ১২ আগস্ট ২০২২



---

হার্ভে ইলিয়টকে গতকাল ‘দীর্ঘ মেয়াদী’ একটি চুক্তিতে আবদ্ধ করেছে লিভারপুল। ১৯ বছর বয়সী এই তারকার আশা এই মৌসুম থেকে জার্গেন ক্লপের দলের পরিকল্পনায় নিয়মিত হতে পারবেন তিনি।
গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের প্রথম চারটি ম্যাচের তিনটিতে মুল একাদশের হয়ে সুযোগ পেয়েছিলেন ইলিয়ট। কিন্তু লিডসের বিপক্ষে খেলার সময় তার পায়ের গোড়ালি স্থানচ্যুত ও ভেঙ্গে যাওয়ায় সাইডলাইনে চলে যান। ওই ইনজুরির কারণে দীর্ঘ ৫ মাস সাইডলাইনেই কাটাতে হয়েছে তাকে।
তবে ইনজুরি কাটিয়ে এখন পুর্ন ফিটনেস ফিরে পেয়েছেন ইলিয়ট। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। এর একটি কম্যুনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এবং অন্যটি তার সাবেক ক্লাব ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজেদের সূচনা ম্যাচে।
গণমাধ্যমের খবর অনুযায়ী নতুন চুক্তির ফলে ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে কাটাবেন এই মিডফিল্ডার। লিভারপুলের ওয়েবসাইটকে ইলিয়ট বলেন, ‘আরো অনেক বছর আমি এই ক্লাবটিতে কাটাতি যাচ্ছি। এটি জেনে আমার দারুন লাগছে। কৈশোরের ক্লাবের সঙ্গে এতটা সময় কাটানো দারুন ব্যাপার। এটি আমাকে এতটা খুশি ও রোমঞ্চিত করেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না।’
২০১৯ সালের গ্রীষ্মে এ্যানফিল্ডে যোগ দেয়ার পর সিনিয়র দলের সঙ্গে এ পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন ইলিয়ট। লিভারপুলের কোচ ক্লপ বলেন, ‘তাকে পছন্দ করার অনেকগুলো কারণ আছে। প্রথমত আমরা একটি ক্লাব হিসেবে বিশেষ একজন তরুণ খেলোয়াড়কে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই, যিনি ইতোমধ্যে লিভারপুল এফসিতে বড় প্রভাব ফেলেছেন। অপরদিকে পছন্দের ক্লাবটিতে সে নিজের অবিশ^াস্য প্রতিভার বিকাশ ও উন্নতি ঘটাতে পারবে।’

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩৭   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ