নোয়াখালিতে র‌্যাব ও টাস্কফোর্সের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » চট্রগ্রাম » নোয়াখালিতে র‌্যাব ও টাস্কফোর্সের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার
শুক্রবার, ১২ আগস্ট ২০২২



---

জেলার কোম্পানীগঞ্জে র‌্যাব ও টাস্কফোর্সের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ৯৬ বোতল বিদেশি মদ, ১৩২ বোতল ফেন্সিডেল ও নগদ ৫ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. এরশাদ উল্যার ছেলে মো. আবদুল হালিম ওরফে কাঞ্চন (৪০) ও আহসান উল্যাহর ছেলে মো. নুর নবী ওরফে মিস্টার (৪০)। তাদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে।জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে র‌্যাব-১১, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদেশ ফেরত কাঞ্চনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ গ্রেফতার করা হয়। পরে নুর নবীকেও মাদকদ্রব্য ও নগদ অর্থসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের কথা স্বীকার করেছে।
র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, র‌্যাবের একটি দল এ অভিযানে অংশগ্রহণ করেছে। জব্দকৃত মাদকসহ আসামিদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হচ্ছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচ তাসফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। নিয়মিত মাদকবিরোধী অভিযানের মাধ্যমে কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৪   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ