স্যান্টনার-নিশামের নৈপুণ্যে জয় দিয়ে শুরু নিউজিল্যান্ডের

প্রথম পাতা » খেলা » স্যান্টনার-নিশামের নৈপুণ্যে জয় দিয়ে শুরু নিউজিল্যান্ডের
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২



---

মিচেল স্যান্টনার ও জেমস নিশামের নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো সফরকারী নিউজিল্যান্ড।
গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড ১৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।
কিংস্টনে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে ৪৫ বলে ৬২ রানের সূচনা এনে দেন নিউজিল্যান্ডকে। অষ্টম ওভারেই পরপর দুই বলে গাপটিল ও কনওয়ের বিদায় নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওডিন স্মিথ। গাপটিল ১৭ বলে ১৬ ও কনওয়ে ২৯ বলে ৪৩ রান করেন। মিডল-অর্ডারে গ্লেন ফিলিপস ১৭ ও ড্যারিল মিচেল ১৬ রানের বেশি করতে না পারলেও অধিনায়ক উইলিয়ামসনের ব্যাটে রানের চাকা ঘুড়ে নিউজিল্যান্ডের। ১৮তম ওভারে ৪৭ রানে সাজঘরে ফিরেন উইলিয়ামসন। ৩৩ বল খেলে কনওয়ের মত ৪টি চার ও ২টি ছক্কা মারেন নিউজিল্যান্ড দলপতি। দলীয় ১৪৯ রানে উইলিয়ামসন ফিরলে নিউজিল্যান্ডকে বড় স্কোর এনে দেন ছয় নম্বরে নামা নিশাম। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটিই নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। ১৫ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন নিশাম। ৩টি ছক্কা ও ২টি চার মারেন নিশাম। ক্যারিয়ার সেরা বোলিং করে ৩২ রানে ৩ উইকেট নিয়ে স্মিথ।
১৮৬ রানের টার্গেটে ব্যাট হাতে জ¦লে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার। স্যান্টনারের বোলিংয়ে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। সেই চাপ থেকে ঘুড়ে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৬তম ওভারে ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের মুখে পড়ে স্বাগতিকরা। তবে অষ্টম উইকেটে দারুন এক জুটি গড়ে শেষ মুর্হূতে লড়াইয়ে সাহস দেখান রোমারিও শেফার্ড ও স্মিথ। ১৭ থেকে ১৯ ওভার পর্যন্ত ৪৬ রান তুলেন তারা। তবে শেষ ওভারে জয়ের জন্য ২৬ রানের চ্যালেঞ্জে জিততে পারেননি শেফার্ড ও স্মিথ। ২৬ বলে অবিচ্ছিন্ন ৫৮ রাানের এই জুটিতে বড় ব্যবধানে হার থেকে রক্ষা পায় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান করে ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শামারাহ ব্রুকস। শেফার্ড ১৬ বলে ৩১ ও স্মিথ ১২ বলে ২৭ রান করেন। স্যান্টনার ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৭   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ