অনুব্রত মণ্ডলকে ১০ দিনের রিমান্ডে চাইতে পারে সিবিআই

প্রথম পাতা » আন্তর্জাতিক » অনুব্রত মণ্ডলকে ১০ দিনের রিমান্ডে চাইতে পারে সিবিআই
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২



---

পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বোলপুরের স্থানীয় একটি সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে।‌ গোয়েন্দা সূত্রের খবর দিয়ে কলকাতার সংবাদমাধ্যমের দাবি, এরপরই সেখান থেকে তাকে আসানসোলের সিবিআই দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইতে পারে সিবিআই।

রাজনৈতিক মহল মনে করছে, গেল ২৩ জুলাই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তৃণমূলের আরেক প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেসের কাছে এটি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক ধাক্কা। এতে করে রাজ্যের শাসক দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হলো বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ‌

পার্থ চট্টোপাধ্যায়কে দলীয় এবং সরকারের সব পথ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। ‌অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ নেয়; সেটি এখনো পরিষ্কার নয়। ‌অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী পরিষদের অন্যতম এক নেতা। ‌

মূলত বীরভূমের ইলামবাজার এলাকার একটি গরুর হাট থেকে নিয়মিত গরু পাচার হতো প্রতিবেশী একটি দেশে। বিষয়টি নিয়ে মামলা হলে কলকাতা হাইকোর্টের নির্দেশে গরুপাচার মামলার তদন্ত শুরু করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ‌

এর আগে পাচার মামলার তদন্ত করতে অনুব্রত মণ্ডলকে ৯ বার চিঠি পাঠানো হয়। প্রতিটিবার শারীরিক অসুস্থতার কথা বলে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান বীরভূমের অত্যন্ত প্রভাবশালী এই তৃণমূল নেতা।

তবে দশম বার তার কাছে আর কোনো সুযোগ ছিল না। গ্রেফতার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন রাজনৈতিক সহযোদ্ধা অনুব্রত মণ্ডল। ‌

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৫   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ