জুলাইয়ের প্রথম তারিখে খুলে গেছে লা লিগার দলবদল জানালা। বিগত বছরের করোনা মহামারিকে পেছনে ফেলে পুরনো জৌলুশ ফিরে পেতে শুরু করেছে ফুটবল। তাই দলবদল বাজার জমে উঠেছে বেশ। এরই মধ্যে রবার্ট লেভানদোভস্কি, রাফিনিয়া, রুডিগার, চৌয়ামিনির মতো ফুটবলারকে দলে টেনে নিজেদের শক্তির জানান দিয়েছে লা লিগার দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সামনের দিনে এই তালিকায় আরও কয়েকটা বড় নাম দেখা না গেলেই বরং অবাক হতে হবে।
এবারের দলবদলের বাজারে যেমন বড় অঙ্কের টাকা খরচ করে চৌয়ামিনি-রাফিনিয়াদের পেতে হয়েছে, তেমনি বিনামূল্যেই পাওয়া গেছে রুডিগার-ফ্রাঙ্ক কেসিয়ের মতো সময়ের সেরা তারকাদের। লা লিগার দলবদলে এই মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং অরঁলিয়ে চুয়ামেনি।
নতুন তারকা যেমন লিগে যোগ দিয়েছেন তেমনি লা লিগা ছেড়ে গেছেন বেশকিছু বড় নাম। ফিলিপে কৌতিনহো, ডিয়েগো কার্লোস, গ্যারেথ বেলদের আর দেখা যাবে না লা লিগার কোন দলের জার্সিতে।
লা লিগার এবারের দলবদলে কে কোথায় গেল দেখে নেই-
অ্যাথলেতিক বিলবাও
নতুন সাইনিং: গোর্কা গুরুজেতা (আমরেবিয়েতা)
বিদায় নিলেন যারা: জোকিন এযকেতিয়া (রেসিং সান্তানদার), হুয়ান আরতোলা (বার্জোস), ইনিগো ভিসেন্তে (রেসিং সান্তানদার), এমানোল গার্সিয়া ডি আলবেনিজ (এইবার, ধার), উনাই নুনেজ (সেল্টা ভিগো, ধার)
অ্যাতলেটিকো মাদ্রিদ
নতুন সাইনিং: এক্সেল হুইজেল (বরুশিয়া ডর্টমুন্ড), স্যামুয়েল লিনো (ভ্যালেন্সিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস)
বিদায় নিলেন যারা: লুইস সুয়ারেজ (ন্যাসিওনাল), এক্তর এরেরা (হাউস্টন ডায়নামো), সিমে ভার্সালিকো (অলিম্পিয়াকোস), গুইলিয়ানো সিমিওনে (রিয়াল জারাগোজা, ধার), ভিক্তর মলেহো (রিয়াল জারাগোজা, ধার), মারিও সরিয়ানো (দেপর্তিভো লা করুনা), ভিতলো (লাস পালমাস, ধার), বোর্হা গার্চেস (তেনেরিফে, ধার), মানু সানচেজ (ওসাসুনা, ধার), সামুয়েল লিনো (ভ্যালেন্সিয়া, ধার), নেহুয়েন পেরেজ (উদিনেস), রদ্রিগো রিকুয়েলমে (জিরোনা, ধার), সার্জিও ক্যামেলো (রায়ো ভায়োকানো, ধার)
আলমেরিয়া
নতুন সাইনিং: মার্টিন স্যাভিদেরস্কি (ম্যানচেস্টার ইউনাইটেড)
বিদায় নিলেন যারা:
বার্সেলোনা
নতুন সাইনিং: পাবলো তোরে (রেসিং সান্তানদার), অ্যান্দ্রেয়াস ক্রিস্টেনসেন (চেলসি), ফ্রাঙ্ক কেসিয়ে (এসি মিলান), রাফিনিয়া (লিডস), রবার্ট লেভানদোভস্কি (বায়ার্ন), জুলস কুন্দে (সেভিয়া)
বিদায় নিলেন যারা: ফিলিপ্পে কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ক্যাস রুইজ-আতলি (অক্সার), ক্লেমেন্ত লংলে (টটেনহ্যাম, ধার), রে মানাজ (ওয়ার্টফোর্ড), ফ্রান্সিসকো ত্রিনিকাও (স্পর্টিং লিসবন, ধার), মৌসা ওয়াগুয়ে (এইচএনকে গরিকা), অস্কার মিনগুয়েজা (সেল্টা ভিগো), রিকি পুইগ (এলএ গ্যালাক্সি), নেতো (বোর্নমাউথ)
কাদিজ
নতুন সাইনিং: ফেদে স্যান এমেতেরিও (রায়ো ভায়োকানো)
বিদায় নিলেন যারা: জর্ডান হোলসগ্রোভ (প্যাকোস ডি ফেরেইরা)
সেল্টা ভিগো
নতুন সাইনিং: অস্কার রদ্রিগেজ (সেভিয়া, লোণ), লুকা ডি লা তোরে (হেরাক্লেস), উনাই নুনেজ (অ্যাথলেতিক বিলবাও), হুলিয়েন লোবেতে (রিয়াল সোসিয়েদাদ), অস্কার মিনগুয়েজা (বার্সেলোনা), অগাস্টিন মারচেশিন (পোর্তো), গনসালো পাচিয়েন্সিয়া (ফ্রাঙ্কফুর্ট),
বিদায় নিলেন যারা: এমেরে মোর (ফেনেরবাচে), ব্রাইস মেন্দেজ (রিয়াল সোসিয়েদাদ), ওরবেলিন পিনেদা (এইকে এথেন্স, ধার), সার্জিও কোরেইরা (ভিয়ারিয়াল, ধার)
এলচে
নতুন সাইনিং: রজার মার্তি (লেভান্তে)
বিদায় নিলেন যারা:
এস্পানিওল
নতুন সাইনিং: জোসেলু (আলাভেস) ভিনিসিয়াস সৌজা (লমেল এসকে, ধার), বেনজামিন লেকোমতে (মোনাকো, ধার)
বিদায় নিলেন যারা: দাভিদ লোপেজ (গ্রানাডা)
গেতাফে
নতুন সাইনিং: লুইস মিলা (গ্রানাডা), বোর্হা মায়োরাল (রিয়াল মাদ্রিদ)
বিদায় নিলেন যারা: দারিও পোভেদা (ইবিজা, ধার), জোনাথান সিলভা (গ্রানাডা, ধার), ইগনাসি মিকুয়েল (গ্রানাডা), এরিক কাবাকো (গ্রানাডা, ধার)
মায়োর্কা
নতুন সাইনিং: রদ্রিগো বাত্তাগ্লিয়া (স্পোর্টিং লিসবন)
বিদায় নিলেন যারা: আলেইক্স ফেবাস (মালাগা), আলেক্সান্দার সেদলার (আলাভেস)
ওসাসুনা
নতুন সাইনিং: এতোর ফারনান্দেজ (লেভান্তে), মানু সানচেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ, ধার)
বিদায় নিলেন যারা: মার্ক কার্ডোনা (লাস পালমাস), জোনাস রামালহো (মালাগা), হোসে অ্যাঞ্জেল (স্পোর্টিং গিজন)
রায়ো ভায়োকানো
নতুন সাইনিং: ফ্লোরিয়ান লেজেউনে (আলাভেস), সার্জিও ক্যামেলো
বিদায় নিলেন যারা: জনি মন্তেইল (লেভান্তে, ধার), ফেঁদে স্যান এমেতেরিও (ক্যাদিজ)
রিয়াল বেতিস
নতুন সাইনিং: লুইজ ফেলিপে (ল্যাজিও)
বিদায় নিলেন যারা: ডিয়েগো লাইনেজ (ব্রাগা, ধার)
রিয়াল মাদ্রিদ
নতুন সাইনিং: আন্টনি রুডিগার (চেলসি), অরঁলিয়ে চুয়ামেনি (মোনাকো), নোয়েল লোপেজ (দেপর্তিভো লা করুনা)
বিদায় নিলেন যারা: গ্যারেথ বেল (এলএএফসি), মারিও গিলা (ল্যাজিও), ভিক্টর চুস্ট (ক্যাদিজ), লুকা ইয়োভিচ (ফিওরেন্টিনা), টেকেফুসা কুবো (রিয়াল সোসিয়েদাদ), ডিয়েগো আলতুব (আলবাসেতে), বোর্হা মায়োরাল (গেতাফে), মিগুয়েল গুতিয়েরেজ (জিরোনা), ইসকো (সেভিয়া)
রিয়াল সোসিয়েদাদ
নতুন সাইনিং: ব্রাইস মেন্দেজ (সেল্টা ভিগো), টেকেফুসা কুবো (রিয়াল মাদ্রিদ)
বিদায় নিলেন যারা: রবের্তো লোপেজ (মিরান্দেস, ধার), জেরেমি ব্লাসকো (হুয়েস্কা), হুলিয়েন লবেতে (সেল্টা ভিগো), নাইস ডিজৌয়ারা (রিজেকা)
সেভিয়া
নতুন সাইনিং: মার্কাও (গালতাসারে), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড, ধার), ইসকো (রিয়াল মাদ্রিদ)
বিদায় নিলেন যারা: ডিয়েগো কার্লোস (অ্যাস্টন ভিলা), লুক ডি ইয়ং (পিএসভি আইন্দহোভেন), অস্কার রদ্রিগেজ (সেল্টা ভিগো, ধার), লুডউইগ অগাস্টটিনসন (অ্যাস্টন ভিলা, ধার), অঔসামা ইদ্রিসি (ফেইনুর্দ, ধার), জুলস কুন্দে (বার্সেলোনা)
ভ্যালেন্সিয়া
নতুন সাইনিং: সামু কাস্তিয়েহো (এসি মিলান), সামুয়েল লিনো (অ্যাতলেটিকো মাদ্রিদ)
বিদায় নিলেন যারা: জর্জ সানেজ (লেগানেস, ধার)
ভায়াদোলিদ
নতুন সাইনিং: সার্জিও আসেঞ্জো (ভিয়ারিয়াল)
বিদায় নিলেন যারা: পাউলো ভিতর (রিও আভে, ধার)
ভিয়ারিয়াল
নতুন সাইনিং: পেপে রেইনা (ল্যাজিও), কিকো ফেমেনিয়া (ওয়ার্টফোর্ড), সার্জিও কোরেইরা (সেল্টা ভিগো, ধার)
বিদায় নিলেন যারা: জাভি কুইন্তিয়া (সান্টা ক্লারা), সার্জিও আসেঞ্জো (রিয়াল ভায়াদোলিদ), মারিও গাসপার (ওয়ার্টফোর্ড), ভিসেন্তে ইবোরা (লেভান্তে)
বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৭ ১০০ বার পঠিত