সাভারে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২



---

ঢাকার সাভার থেকে তিন দিন আগে ছিনতাই হওয়া একটি পিকআপভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে ‍বুধবার (১০ আগস্ট) ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ৬ আগস্ট সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর থেকে পিকআপটি ছিনতাই করা হয়। পরদিন পিকআপের মালিক মোতালেব পাটোয়ারী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলো ঢাকা জেলার জিঞ্জিরা থানার মো. রাসেল, কেরানীগঞ্জ থানার মো. সোহেল, একই এলাকার মো. বাবুল, রিফাত হোসেন ও আলামিন ওরফে হৃদয়।

মামলার এজাহারে বলা হয়, ৬ আগস্ট রাত পৌনে ৩টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচামাল নিয়ে সাভারের গেন্ডা বাজারে আসেন পিকআপের চালক সজীব। পরে মালমাল নামিয়ে ভোরে আবারও রাজধানীর উদ্দেশে রওনা হন তিনি। পথে আমিনবাজার এলাকায় পাঁচজন ছিনতাইকারী যাত্রীবেশে পিকআপটি সিগনাল দিয়ে থামায়। পরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে পিকআপের চালককে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ৭ আগস্ট থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

সাভার মডেল থানার আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। পরে ঢাকা দক্ষিণের গোয়েন্দা পুলিশ গাড়ি বিকিকিনি চক্রের তিনজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের তথ্য জানায়। তাদের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই যাওয়া পিকআপ ভ্যানটি।

তিনি আরও বলেন, গ্রেফতাররা আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য। এই চক্রের বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে। আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৩৫   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ