আন্তর্জাতিক আসরে ব্যর্থতা: ফেডারেশন ও অ্যাথলিট গরজ নেই কারোরই!

প্রথম পাতা » খেলা » আন্তর্জাতিক আসরে ব্যর্থতা: ফেডারেশন ও অ্যাথলিট গরজ নেই কারোরই!
বুধবার, ১০ আগস্ট ২০২২



---

কমনওয়েলথ গেমসের ব্যর্থতার দায় শুধু খেলোয়াড়দের নয় বরং নীতিনির্ধারকদের সঠিক পরিকল্পনার অভাব থাকায় বার্মিংহাম থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক আসরগুলোতে পদক না পাওয়ার পেছনে ফেডারেশন কর্মকর্তা কিংবা অ্যাথলিট কারোরই সুনির্দিষ্ট লক্ষ্য না থাকার কারণকেই দুষছেন ক্রীড়া সাংবাদিক ও সংগঠকরা। আগামীতে কর্তাদের নিয়ে বিদেশ সফরের বহর বড় না করে, যোগ্য অ্যাথলিটদের সুযোগ দিতে বললেন তারা। সে সঙ্গে পরিকল্পনার পাশাপাশি সঠিক মনিটরিংয়ের পরামর্শ ক্রীড়া সংগঠকদের।

আন্তর্জাতিক গেমস থেকে খালি হাতে ফেরাটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। যুগ যুগ ধরে ব্যর্থতার পরিচয় দেয়া লাল সবুজ অ্যাথলিটরা এবারও ব্যতিক্রম ছিলেন না। কমনওয়েলথ গেমসের ২২ তম আসরেও পদকশূন্য বাংলাদেশ। যেখানে জিমন্যাসটিকস, অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিংয়ে হিটেই বাদ বাংলার অ্যাথলিটরা।

ভারোত্তোলনে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত অষ্টম হয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন এস এ গেমসের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। অন্য ডিসিপ্লিনগুলোর ব্যর্থতার মাঝেও প্রথমবার কোয়ালিফাই করেই টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনাল খেলাটা স্বস্তির হৃদয়-সাব্বিরদের।

আন্তর্জাতিক আসরগুলোতে ব্যর্থতার দায় কি শুধু খেলোয়াড়দের? ক্রীড়া সাংবাদিক ও সংগঠকরা বলছেন, পদকজয় তো দূরের বাতিঘর, আসরের আগে শুধু বহর বড় করে বিদেশ সফর আর ঘুরে বেড়ানোই মূল লক্ষ্য থাকে ফেডারেশন কর্তাদের কাছে।

সিনিয়র ক্রীড়া সাংবাদিক সনাৎ বাবলা বলেন, কোনো পদক পায় না, তারপরও দেখবেন প্রতিবার বাংলাদেশের বহর অনেক বড় হয়। ফেডারেশন কর্মকর্তাদের কারণে অনেক কোচও যেতে পারে না। আমার মনে হয় এগুলোর পরিবর্তন দরকার। ফেডারেশনেই শুদ্ধি অভিযান দরকার।

ক্রীড়া সংগঠক মৌসুম আলী বলেন, কোনো সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে সে খেলায় অংশগ্রহণ করার কোনো মানে হয় না। এখন কেউ যদি তারপরও যায়, তাহলে সেটা যুক্তিসংগত হতে পারে না।

দেশের ক্রীড়াঙ্গনে অনেক ফেডারেশন থাকলেও সম্ভাবনাময় ৫ থেকে ১০টি ডিসিপ্লিনকে গুরুত্ব দেয়ার তাগিদ ক্রীড়া সাংবাদিকদের। সনাৎ বাবলা বলেন, পাঁচটা ফেডারেশনকে বেছে নেয়ার ক্ষেত্রে ফেডারেশনগুলোরই সদিচ্ছা থাকতে হবে।

আগামীতে গেমসগুলোর আগে বিদেশি কোচের কাছে উন্নত প্রশিক্ষণের ওপর জোর দিতে বললেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫:১৪:০৪   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ