ফিনল্যান্ড-সুইডেনকে সুখবর দিলেন বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিনল্যান্ড-সুইডেনকে সুখবর দিলেন বাইডেন
বুধবার, ১০ আগস্ট ২০২২



---

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে প্রবেশে ফিনল্যান্ড ও সুইডেনের মার্কিন অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে ন্যাটোর সম্প্রসারণ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন তিনি। ইউরোপকে আলাদা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ডকে যুক্ত করতে মার্কিন অনুমোদনে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর নর্ডিক এ দেশ দুটির প্রশংসা করে তিনি বলেন, উভয় দেশেরই শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সামরিক বাহিনী এবং সমৃদ্ধ ও স্বচ্ছ অর্থনীতি রয়েছে, যা ন্যাটোকে আরও শক্তিশালী করবে।

এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপে শান্তি ও নিরাপত্তা নষ্ট করতে চেয়েছিল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, স্বাক্ষর অনুষ্ঠানের আগে টেলিফোনে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার মুখে ন্যাটোর সম্প্রসারণকে দৃঢ়ভাবে সমর্থন করে জোটটিতে সুইডেন এবং ফিনল্যান্ডের প্রবেশকে অনুমোদন দেয় মার্কিন সিনেট। গত বুধবার (৩ আগস্ট) দেশ দুটির ন্যাটোতে যোগ দেয়ার পক্ষে সিনেটে ভোট পড়ে ৯৫টি। বিপক্ষে ভোট পড়ে একটি।

ভোটাভুটির পর দ্রুত সময়ের মধ্যে অনুমোদনপত্রে স্বাক্ষরের পাশাপাশি সুইডেন ও ফিনল্যান্ডকে স্বাগত জানানোর কথা জানিয়েছিলেন বাইডেন। ন্যাটের সদস্যপদ পেতে হলে জোটের ৩০ দেশের অনুমোদন প্রয়োজন হয়। এরই মধ্যে দুই তৃতীয়াংশ দেশের সমর্থন পেয়েছে নর্ডিক দেশ দুটি।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৫৫   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ