বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৩ জেলে নিখোঁজ

প্রথম পাতা » চট্রগ্রাম » বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৩ জেলে নিখোঁজ
মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২



---

নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান এ তথ্য জানিয়েছেন।

লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। এ সময় পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে। পরে তাদের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। তবে উদ্ধার হওয়া জেলেরা বিকেলে মোবাইলে এ তথ্য দেন।

স্থানীয়রা জানান, এমভি নিশান নামে ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে গত এক সপ্তাহ আগে ১৭ মাঝিকে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারে থাকা সব মাঝির বাড়ি হাতিয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

নিখোঁজ জেলেদের মধ্যে একজন মো. সোহেল (২২) উপজেলার জাহাজমারা আমতলী গ্রামের এনায়েত মাঝির ছেলে। তার ভাই মোটরসাইকেল চালক মো. রাসেল জানান, জীবিত উদ্ধার হওয়া চারজনের মধ্যে একজন ট্রলারের মাঝি মো. শামীম (৪৫)। তার সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে।

শামীম তাকে জানান, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে তিনিসহ চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে অন্যদের সবাই কেবিনের মধ্যে থাকায় বেঁচে থাকার সম্ভাবনা নেই। সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলার যাওয়া সম্ভব হচ্ছে না।

হাতিয়ার জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে পাঁচজনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। অন্য আটজনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে।

এ বিষয়ে হাতিয়ার জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জ এস আই মাসুদ বলেন, সাগরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার ঘটনাটি শুনেছি। এ ঘটনাটি পটুয়াখালী জেলার পাশে কোনো এক জায়গায় হবে।

বাংলাদেশ সময়: ২০:২৬:০১   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ