বিদ্যুতের দাম এক ধাক্কায় ৭৫ শতাংশ বাড়াল শ্রীলঙ্কা

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিদ্যুতের দাম এক ধাক্কায় ৭৫ শতাংশ বাড়াল শ্রীলঙ্কা
মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২



---

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমায় গেল বৃহস্পতিবার (০৪ আগস্ট) ডিজেলের দাম কমায় শ্রীলঙ্কা। আর ডিজেলের কমানোর ঘোষণার পর কমানো হয় বাসভাড়া, কমে আসে নিত্যপণ্যের দামও। তবে সেই ঘোষণার সপ্তাহ পার না হতেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিল দেশটির সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা ‘পাবলিক ইউটিলিটি কমিশন অব শ্রীলঙ্কা’ বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান জনকা রত্নায়েকে বলেন, ‘জনসাধারণ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

যদিও এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

এর আগে গত বৃহস্পতিবার (০৪ আগস্ট) শ্রীলঙ্কায় ডিজেলের নতুন দাম কার্যকর হওয়ায় বাসভাড়া আগের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়। জ্বালানির দাম কমার পর দেশটিতে কমানো হয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও।

এর মধ্যেই দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার (০৮ আগস্ট) এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করে দেয়া হবে। এ ঘোষণার পর সোমবার মধ্যরাত থেকেই এলপি গ্যাসের নতুন দাম কার্যকর হয়। শ্রীলঙ্কার সবচেয়ে বড় গ্যাস কোম্পানি লিটরোর চেয়ারম্যান মুদিথা পিরিস এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৪৬   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ