বাঙালি জাতির মুক্তির সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাঙালি জাতির মুক্তির সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় : প্রবাসী কল্যাণমন্ত্রী
সোমবার, ৮ আগস্ট ২০২২



---

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাঙালি জাতির মুক্তির সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে বাঙালির মুক্তির সংগ্রাম ও প্রতিটি সঙ্কটময় মুহুর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং ক্যাপ্টেন শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ঢাকার মিরপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শেখ রাসেল মঞ্চে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অনুপ্রেরণা। বঙ্গবন্ধুকে খোকা থেকে বঙ্গবন্ধু ও জাতিরপিতা বানানোর পিছনে বঙ্গমাতার অবদান সবচেয়ে বেশি। এছাড়া তিনি দলের দুঃসময়ে বঙ্গবন্ধুর নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা যুগিয়েছেন এবং অনেককে সাধ্যমতো অর্থ সাহায্য করেছেন।
তিনি বলেন, শহীদ শেখ কামাল বাংলাদেশের যুব সমাজের রোল মডেল। তিনি নিরহংকারী, নম্র,ভদ্র ও বিনয়ী যুবক। আমাদের সবাইকে তাদের আদর্শে অনুপ্রানিত হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় ভুমিকা পালন করতে হবে।
সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ ফজিলাতুন নেছা মুজিব শুধু জাতির পিতার স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন রাজনৈতিক দার্শনিক, পথ প্রদর্শক ও ভরসার সবচেয়ে বড় আশ্রয়স্থল।
তিনি বলেন, ঐতিহাসিক গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর অংশগ্রহণ না করা এবং ৭ মার্চের ভাষণে বঙ্গমাতার ছিল বিজ্ঞ মতামত।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম। এছাড়াও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫০   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ