যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১০
শনিবার, ৬ আগস্ট ২০২২



---

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যে শুক্রবার (৫ আগস্ট) একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তিন শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। পেনসিলভানিয়া পুলিশ এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এ অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় নেসকোপেক শহরে শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহতদের মধ্যে পাঁচ, ছয়, ও সাত বছর বয়সের তিন শিশু রয়েছে। আগুনের ঘটনায় প্রাণ হারানো অন্যদের বয়স ১৯ থেকে ৭০ বছরের মধ্যে। এ অগ্নিকাণ্ডের কবল থেকে প্রাপ্তবয়স্ক তিনজন প্রাণে বেঁচে যান।

স্থানীয় পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে বাড়িটি একেবারে পুড়ে যায়। এ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে সহায়তা করতে কে ৯ ইউনিট মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে পরিবেশিত ভিডিও ফুটেজে দোতলার এ বাড়ির দেয়াল পুড়ে আগুন আস্তে আস্তে ওপরের দিকে উঠে ভবনটির অবশিষ্ট অংশ পুড়তে দেখা যায়।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

এদিকে হোয়াইট হাউসের পাশে বজ্রপাতের ঘটনায় আহত চারজনের তিনজন মারা গেছেন। নিহতদের দুজন উইসকনসিনের বাসিন্দা। তারা বিয়েবার্ষিকী পালন করতে এসেছিলেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) এবিসি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। তৃতীয় মৃত ব্যক্তি ২৯ বছর বয়সী।

এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বৃহস্পতিবার (৪ আগস্ট) বজ্রপাতে ৪ জন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর ভেতর তিনজনই মারা গেলেন। বাকি আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রবল বজ্রবৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৫:১০:২৬   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ