রাতে মাঠে নামছে ইপিএল জায়ান্টরা

প্রথম পাতা » খেলা » রাতে মাঠে নামছে ইপিএল জায়ান্টরা
শনিবার, ৬ আগস্ট ২০২২



---

ইপিএল শুরুর দ্বিতীয় দিনেই মাঠে নামছে সব জায়ান্ট দল। শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ফুলহামের মাঠে আতিথ্য নেবে ইয়্যুর্গেন ক্লপের দল লিভারপুল। আরেক ম্যাচে সাউদাম্পটনকে আতিথ্য দেবে টটেনহ্যাম হটস্পার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এ ছাড়া রাত সাড়ে ১০টায় এভারটনের মুখোমুখি হবে চেলসি।

ফুটবলপ্রেমীদের মন মাতাতে আবারও নতুন মৌসুম নিয়ে হাজির ইংলিশ প্রিমিয়ার লিগ। দ্বিতীয় দিনেই মাঠ কাঁপাবে ইংলিশ জায়ান্টরা। যেখানে চ্যাম্পিয়নশিপের টপার ক্লাব ফুলহামের মাঠে আতিথ্য নেবে ইপিএলের গত মৌসুমের রানার্সআপ লিভারপুল।

পরিসংখ্যান বলছে, ফুলহামের বিপক্ষে বেশ ভালো রেকর্ড আছে লিভারপুলের। ৭১ দেখায় অল রেডদের জয় ৪১, আর হার ১৭টিতে। নতুন মৌসুম শুরুর আগে বেশকিছু ইনজুরি সমস্যা ভোগাচ্ছে কোচ ক্লপকে। জোতা, কেলেহার ও চেম্বারলেইনকে পাচ্ছেনা অতিথিরা। ফিরমিনো আর নতুন রিক্রুট নুনেজের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে আক্রমণভাগে। সঙ্গে সালাহ, ডিয়াজদের নিয়ে ভালো সূচনার অপেক্ষায় অল রেডরা।

ইপিএলের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের লিগের শুরুটা হচ্ছে নিজেদের ভেন্যুতেই। যেখানে মৌসুমের প্রথম ম্যাচেই তারা আতিথ্য দেবে সাউদাম্পটনকে। পরিসংখ্যান বলছে দু’দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২০১ বার। আর সেখানে স্পারদের পাল্লাটাই ভারী বেশি। জয়ের বিবেচনায় ৮৫-৬৫ তে লিড আছে তাদের।

অ্যান্তনিও কন্তে এ ম্যাচে পাচ্ছে না তার নতুন রিক্রুট বিসৌমাকে। তবে স্বস্তির খবর হলো, দলের অন্যতম নির্ভরযোগ্য দুই নাম হ্যারি কেইন ও সন হিয়ং মিনকে সেরা একাদশেই পাচ্ছে স্পাররা।

এদিকে একই দিন মাঠে নামছে চেলসিও। এভারটনের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্লুরা। গত মৌসুমে তিন নম্বরে থেকে লিগ শেষ করা চেলসি, নতুন মৌসুমে নতুন পুরনোদের মিশেলে নতুন এক উদ্যমে শুরু করতে চায়। এ ম্যাচে তাই সেরা একাদশে দেখা যেতে পারে দলের নতুন সদস্য কৌলিবালিকে। সঙ্গে স্টার্লিং, ম্যাসন মাউন্ট আর কাই হাভার্টজরাও থাকছেন। এ ছাড়া মাঝমাঠে কোভাচিচ, কান্তেরা থাকায় নির্ভয়ে মাঠে নামার অপেক্ষায় টমাস টুখেলের দল।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৫   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ