শেখ কামাল বেঁচে থাকলে তরুণদের মাদক অস্ত্র মৌলবাদ গ্রাস করতে পারতো না: পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ কামাল বেঁচে থাকলে তরুণদের মাদক অস্ত্র মৌলবাদ গ্রাস করতে পারতো না: পলক
শুক্রবার, ৫ আগস্ট ২০২২



---

দেশে মাদকের ছোবলের কথা তুলে ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘পঁচাত্তরের পরবর্তী সময়ে খুনি জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সরকারের সময়ে তরুণদেরকে বিপথে পরিচালিত করা হয়েছে। যদি শেখ কামাল বেঁচে থাকতেন তাহলে আমাদের তরুণদের মাদক, অবৈধ অস্ত্র কিংবা মৌলবাদ কখনোই আক্রমণ করতে পারতো না। আমাদের তরুণ প্রজন্মকে বিপথে পরিচালিত করতে পারতো না।’

জুনাইদ আহমেদ বলেন, ‘শেখ কামালের স্বপ্নই ছিল বাংলাদেশের প্রতিটি তরুণ-তরুণীর সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা।’
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়াম আয়োজিত ক্রীড়া সংগঠক ও আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ক্যারাম বোর্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ কামালের শখ ছিল খেলাধুলার। শুধু তাই নয়, উনার জীবন সঙ্গিনী হিসেবেও কিন্তু একজন ক্রীড়াবিদকে বেছে নিয়েছিলেন। পারিবারিকভাবেই সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই তাদেরকে জীবন দিতে হয় একাত্তরের পরাজিত ঘাতক এবং পঁচাত্তরের খুনিদের দেশদ্রোহীদের ষড়যন্ত্রের শিকার হয়ে।’

স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ, সেই যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এক অসম্প্রদায়িক প্রগতিশীল বিজ্ঞান মনষ্ক প্রজন্ম গড়ে তোলার, বঙ্গবন্ধুর সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্যই শহীদ শেখ কামাল দিনরাত পরিশ্রম করতেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ কামালকে আমাদের হারাতে হয়েছে পঁচাত্তরের ১৫ আগস্টে। শেখ কামাল আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, ফুটবল ক্রিকেটে নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন। সংস্কৃতি অঙ্গনকে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন।’

অনুষ্ঠানে বিভিন্ন আসনের সংসদ সদস্যরাসহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী নিজ হাতে তাদের মধ্যে ক্যারাম বোর্ড বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৪   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ