ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

প্রথম পাতা » চট্রগ্রাম » ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
শুক্রবার, ৫ আগস্ট ২০২২



---

খাগড়াছড়ির রামগড়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাইম হোসেনকে (২২) সাত মাস পর গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত দেড়টার দিকে পৌরসভার বলিটিলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১০ জানুয়ারি প্রেমিকের সঙ্গে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হন ওই কিশোরী।

গ্রেফতার নাইম হোসেন উপজেলার রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারীপাড়া (বলিটিলা) এলাকার মো. নুরুল আমীন মজুমদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নাইম। গত ১০ জানুয়ারি তানিয়া পাশের উপজেলা ফটিকছড়ির বাগানবাজারে চাচার বাসায় বেড়াতে গেলে প্রেমিক নাইমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘুরতে বের হয়।

ওই দিন সন্ধ্যা নেমে এলে নাইম তার প্রেমিকাকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অটোরিকশা যোগে তার এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়।

বান্ধবীর পরিবারের মাধ্যমে বিষয়টি তার পরিবারকে জানালে তারা অভিযুক্তকে বিয়ের জন্য বললে নাইম তাতে অনীহা প্রকাশ করে। পরদিন ওই কিশোরী নিজে বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেন।

সেই মামলায় বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এসআই ইরফান ও এসআই মো. তারেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) এর ধারায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাইমকে দীর্ঘদিন পর গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৬   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ