তামিম-লিটনে দারুণ শুরু

প্রথম পাতা » খেলা » তামিম-লিটনে দারুণ শুরু
শুক্রবার, ৫ আগস্ট ২০২২



---

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু বাংলাদেশের। ১৪ ওভার শেষে বিনা উইকেটে টিম টাইগার্সের সংগ্রহ ৬৮ রান।

টি-টোয়েন্টির হতাশা ঝেড়ে টাইগারদের সামনে ওয়ানডের চ্যালেঞ্জ। তবে প্রিয় ফরম্যাটে ফিরতেই যেন বদলে গেল দৃশ্যপট। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস মিলে দলকে এরই মধ্যে দুরন্ত সূচনা এনে দিয়েছেন। তামিম অপরাজিত আছেন ৪২ বলে ৩৫ রানে। আর লিটন আছেন ৪৩ বলে ২৬ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষত নিয়ে খেলতে নেমে সতর্ক শুরু বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে চারের মারে রানের খাতা খোলেন তামিম। এরপর দ্বিতীয় ওভারে ৬ বল খরচ করেও রানের দেখা পাননি লিটন। জিম্বাবুয়ের ৪৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলতে নেমে প্রথম ওভারেই মেইডেন দিয়েছেন ভিক্টর নিয়াউচি।

সতর্ক শুরুর পর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে বাউন্ডারি দাগান দুই ওপেনার। প্রথম দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫১। এর মধ্য দিয়ে ওয়ানডে ওপেনিংয়ে তামিম-লিটনের এটি সপ্তম ৫০ রানের জুটি।

এদিকে, প্রায় তিন বছর পর ওয়ানডেতে ফিরলেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে জায়গা পেয়েছেন তিনি।

সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে খেলেছিলেন বিজয়। এরপরই বাজে ফর্মের কারণে দল থেকে ছিটকে পড়েন। সম্প্রতি ডিপিএলে বিশ্বরেকর্ড গড়ে আবারও জাতীয় দলে ডাক পান বিজয়। প্রত্যাবর্তনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টির দলে থাকলেও সুযোগ মেলেনি। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পেলেন।

এদিকে, বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এছাড়া হজ শেষে ছুটি কাটিয়ে দলে আছেন অভিজ্ঞ টাইগার সদস্য মুশফিকুর রহিমও।

বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, মুসাকান্দা, ভিক্টর নাইয়াচি, সিকান্দর রাজা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েসলে মেধেভেরে, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা ও মিল্টন শুম্বা।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১৪   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ