যে কারণে দুই বছর সিনেমা করেননি ববি

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কারণে দুই বছর সিনেমা করেননি ববি
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২



---

দুই বছর বিরতির পর রুপালি পর্দায় ফিরছেন ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি তিনি শুরু করেছেন ‘ময়ূরাক্ষী’ নামে একটি সিনেমার কাজ। এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। কয়েকদিন ধরে এফডিসিতে চলছে সিনেমাটির শুটিং। এরপর শুটিং হবে ঢাকার বাইরে।

কিন্তু গত দুই বছর কেন বড় পর্দায় দেখা যায়নি ববিকে? তবে কি কোনো সিনেমার প্রস্তাব পাননি? বুধবার এফডিসিতে শুটিংয়ের এক ফাঁকে সে কথা অভিনেত্রী নিজেই জানান। বলেন, ‘দুই বছর পর শুটিংয়ে ফিরলাম। এর মধ্যে একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছি ঠিকই, কিন্তু গল্প আর চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হয়নি।’

এবার কী চরিত্র পছন্দ হলো? ববি বলেন, ‘হ্যা, ‘ময়ূরাক্ষী’তে আমার চরিত্রটি দারুণ। বাস্তবে যেমন আমি একজন নায়িকা, এখানেও একজন নায়িকার ভূমিকায় অভিনয় করছি। ভিন্নধর্মী একটি চরিত্র। গত দুই বছর এরকম একটি চরিত্রের অপেক্ষায় থাকতে থাকতে সময় কেটে গেছে। অবশেষে কাজে ফিরে বেশ ভালো লাছে।’

রাশিদ পলাশের পরিচালনায় ববির এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এখানে তার সহশিল্পী সুদীপ বিশ্বাস। আরও আছেন চিত্রনায়িকা শিরিন শীলা। ববি জানান, এই সিনেমার পাশাপাশি শামীম আহমেদ রনির পরিচালনায় ‘এবার তোরা মানুষ হ’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করেছেন তিনি।

এই ফিল্মে ববির সহশিল্পী জিয়াউল রোশান ও মিশা সওদাগর। এরপর আল হাজেনের পরিচালনায় ‘আলপিন’ নামে আরও একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন তিনি। সব মিলিয়ে টানা ‍দুই মাস শুটিংয়ে ব্যস্ত থাকবেন অভিনেত্রী। ববি জানান, আরও কয়েকটি সিনেমার বিষয়ে কথা চলছে।

২০০৯ সালে মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন ববি। ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র নায়িকা হিসেবে। পরের বছর তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘মিস এশিয়া প্যাসিফিক’ নামে একটি পুরস্কার জিতেন।

পরবর্তীতে ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো: দ্য ‍সুপারস্টার’, ‘রাজাবাবু: দ্য পাওয়ার’, ‘ব্ল্যাকমেইল’, ‘বিজলী’, ‘বেপরোয়া’, ‘নোলক’সহ ২০টির বেশি সিনেমায় ববিকে দেখা যায়।

২০১৯ সালে এই অভিনেত্রী শেষ অভিনয় করেন ‘রক্তমুখী নীলা’, ‘রণযোদ্ধা’ এবং ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমা তিনটিতে। সেগুলো বর্তমানে মুক্তির অপেক্ষায়। দুই বছর পর ফিরলেন ‘ময়ূরাক্ষী’র মাধ্যমে। এরপর ‘ভাগিরথী’ নামে একটি সিনেমায়ও তার অভিনয়ের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৩৩   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ