ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২



---

আজ ৪ আগস্ট ২০২২, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৪ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২১৬তম (অধিবর্ষে ২১৭তম) দিন। বছর শেষ হতে আরও ১৪৯ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি
৯৫৪ - সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন।
১১৮৭ - ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী (রহ.) পরাজিত করেন।
১১৮৭ - সুলতান সালাহউদ্দিন আইয়ুবী (রহ.) বায়তুল মোকাদ্দাস অধিকার করেন।
১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।১৬৬৬ - নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয়।
১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।
১৭৭৬ - সালের এই দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
১৮২৭ - নিউইয়র্ক রাজ্যে দাসপ্রথার বিলুপ্তি ঘটে।
১৮২৮ - উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
১৮৭০ - লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
১৮৮১ - ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
১৮৮৬ - কলম্বিয়াতে শাসনতন্ত্র গৃহীত হয়।
১৯০৪ - ‘নাসিমে শুমল’ নামে ইরানের প্রথম দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। দৈনিকটিতে বেশির ভাগই হাস্য রসাত্মক, বিনোদন ও সমালোচনা
ধর্মী লেখা প্রকাশিত হতো।
১৯০৬ - ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ
জারি করতে বাধ্য হন।
১৯১৪ - জার্মানি বেলজিয়াম দখল করে নেয়।
১৯১৪ - প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবি আবদুল্লাহ বিএল-এর বাসভবনে অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ - বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।
১৯৩৫ - ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসির সদর দফতর “বুশ হাউস” নির্মাণ শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
১৯৩৫ - ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ।
১৯৪১ - নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।
১৯৪২ - ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৬ - যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
১৯৬৪ - দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়।
১৯৬৭ - ভারতে নাগার্জুন সাগর বাঁধের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৭৮ - লাতিন আমেরিকার ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
২০০০ - ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন।
২০১৬ - প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানি শুরু করে বেক্সিমকো ফার্মা।
২০১৯ - যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২২ জন নিহত হয়।

জন্ম
১৭৯২ - পার্সি বিশি শেলি, ইংরেজ কবি।
১৯০৫ - বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক।
১৯১২ - রাউল ওয়ালেনবার্গ, সুয়েডীয় স্থপতি, ব্যবসায়ী, মানবতাবাদী ও বিশিষ্ট কূটনীতিবিদ।
১৯২৯ - কিশোর কুমার, বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক।
১৯৩২ - ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৭ - ডায়ান ক্যানন, মার্কিন অভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও সম্পাদক।
১৯৪৭ - আবুল হাসান, বাংলাদেশি আধুনিক কবি।
১৯৬১ - বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনীতিবিদ।
১৯৬৭ - আরবাজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক।
১৯৮৩ - গ্রেটা গারউইগ, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

মৃত্যু
১০৬০ - ফ্রান্সের রাজা প্রথম হেনরি।
১৮৭৫ - হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ডেনীয় লেখক এবং কবি।
১৯১৯ - ডেভ গ্রিগরি, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৩১ - রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৪৮ - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
১৯৮১ - মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা।
২০০৩ - ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্‌স, মার্কিন বিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।
২০২০ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:২৫   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ