আজ ৪ আগস্ট ২০২২, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
৪ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২১৬তম (অধিবর্ষে ২১৭তম) দিন। বছর শেষ হতে আরও ১৪৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
৯৫৪ - সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন।
১১৮৭ - ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী (রহ.) পরাজিত করেন।
১১৮৭ - সুলতান সালাহউদ্দিন আইয়ুবী (রহ.) বায়তুল মোকাদ্দাস অধিকার করেন।
১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।১৬৬৬ - নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয়।
১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।
১৭৭৬ - সালের এই দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
১৮২৭ - নিউইয়র্ক রাজ্যে দাসপ্রথার বিলুপ্তি ঘটে।
১৮২৮ - উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
১৮৭০ - লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
১৮৮১ - ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
১৮৮৬ - কলম্বিয়াতে শাসনতন্ত্র গৃহীত হয়।
১৯০৪ - ‘নাসিমে শুমল’ নামে ইরানের প্রথম দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। দৈনিকটিতে বেশির ভাগই হাস্য রসাত্মক, বিনোদন ও সমালোচনা
ধর্মী লেখা প্রকাশিত হতো।
১৯০৬ - ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ
জারি করতে বাধ্য হন।
১৯১৪ - জার্মানি বেলজিয়াম দখল করে নেয়।
১৯১৪ - প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবি আবদুল্লাহ বিএল-এর বাসভবনে অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ - বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।
১৯৩৫ - ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসির সদর দফতর “বুশ হাউস” নির্মাণ শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
১৯৩৫ - ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ।
১৯৪১ - নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।
১৯৪২ - ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৬ - যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
১৯৬৪ - দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়।
১৯৬৭ - ভারতে নাগার্জুন সাগর বাঁধের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৭৮ - লাতিন আমেরিকার ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
২০০০ - ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন।
২০১৬ - প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানি শুরু করে বেক্সিমকো ফার্মা।
২০১৯ - যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২২ জন নিহত হয়।
জন্ম
১৭৯২ - পার্সি বিশি শেলি, ইংরেজ কবি।
১৯০৫ - বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক।
১৯১২ - রাউল ওয়ালেনবার্গ, সুয়েডীয় স্থপতি, ব্যবসায়ী, মানবতাবাদী ও বিশিষ্ট কূটনীতিবিদ।
১৯২৯ - কিশোর কুমার, বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক।
১৯৩২ - ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৭ - ডায়ান ক্যানন, মার্কিন অভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও সম্পাদক।
১৯৪৭ - আবুল হাসান, বাংলাদেশি আধুনিক কবি।
১৯৬১ - বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনীতিবিদ।
১৯৬৭ - আরবাজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক।
১৯৮৩ - গ্রেটা গারউইগ, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
মৃত্যু
১০৬০ - ফ্রান্সের রাজা প্রথম হেনরি।
১৮৭৫ - হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ডেনীয় লেখক এবং কবি।
১৯১৯ - ডেভ গ্রিগরি, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৩১ - রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৪৮ - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
১৯৮১ - মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা।
২০০৩ - ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্স, মার্কিন বিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।
২০২০ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক।
বাংলাদেশ সময়: ১৭:৪৫:২৫ ১৮১ বার পঠিত