ভারতে পাচারের আগে চুয়াডাঙ্গায় জব্দ ব্যাগভর্তি ডলার

প্রথম পাতা » খুলনা » ভারতে পাচারের আগে চুয়াডাঙ্গায় জব্দ ব্যাগভর্তি ডলার
বুধবার, ৩ আগস্ট ২০২২



---

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত থেকে ৮০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি। বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ৬ বিজিবি, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ‘বিশেষ চোরাচালান পণ্য’ ভারতে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির এবং টহল কমান্ডার নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি। তখন ওই ব্যক্তি তার কাছে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যান। বিজিবি তাকে ধাওয়া করে ধরার চেষ্টা করে। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পরে ওই ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে বিজিবি। ব্যাগের ভেতরে পাওয়া যায় কাগজে মোড়ানো মার্কিন ডলারের ৮টি বান্ডেল। সেখানে মোট ৮০ হাজার ইউএস ডলার ছিল।

৬ বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক ঢাকা পোস্টকে বলেন, ডলারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫০   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ