হারলেও ফাইনাল খেলবে বাংলাদেশ!

প্রথম পাতা » খেলা » হারলেও ফাইনাল খেলবে বাংলাদেশ!
মঙ্গলবার, ২ আগস্ট ২০২২



---

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (০২ আগস্ট) নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শীর্ষস্থান দখলে রাখা লাল সবুজের প্রতিনিধিরা এ ম্যাচ হারলেও পৌঁছে যাবে ফাইনালে। সেক্ষেত্রে ব্যবধানটা ৩-০ গোলের বেশি হওয়া যাবে না।

ভারতের ভূবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জয় তুলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। তিনে থাকা নেপালের পয়েন্টও ভারতের সমান। তবে গোল ব্যবধানে তারা পিছিয়ে বিস্তর। যার কারণে বাংলাদেশের বিপক্ষে যদি নেপাল হেরে যায়, তাহলে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামার আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের।

আবার নেপালের চেয়ে ৬ গোল ব্যবধানে এগিয়ে থাকায় এ ম্যাচ হারলেও, ফাইনাল নিশ্চিত করবে মিরাজুলরা। তবে বাংলাদেশ ফাইনাল খেলতে চায়, অপরাজিত চ্যাম্পিয়ন থেকেই।

আসরের শুরু থেকে উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বধের পর, ভারতকে ২-১ গোলে হারিয়ে গেল আসরের ফাইনালে হারের শোধ নেয় স্মলির দল। সে ম্যাচে পিয়াস আহমেদ নোভা দারুণ পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করেন।

এর মধ্যে প্রথম গোলটি অনেকের চোখেই এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। সতীর্থের কাছ থেকে পাওয়া লং বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে, গোলরক্ষককে ফাঁকি দেন তিনি।

তৃতীয় ম্যাচে মিরাজুলের হ্যাটট্রিকে বাংলাদেশের কাছে উড়ে যায় মালদ্বীপ। প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে সুপার সাব হিসেবে নেমে গোল করেছিলেন মিরাজ। এবারের আসরে চারটি গোল করে যৌথভাবে শীর্ষে আছেন মিরাজুল। দুটি গোল করেছেন পিয়াস আহম্মেদ নোভা। একটি গোল আছে রফিকুলের।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩৮   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ