ইভিএম নিয়ে বিরোধ ‘বিরোধিতার জন্যই’: শাজাহান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইভিএম নিয়ে বিরোধ ‘বিরোধিতার জন্যই’: শাজাহান খান
সোমবার, ১ আগস্ট ২০২২



---

ইভিএম নিয়ে ‘বিরোধিতার জন্যই বিরোধিতা’ করা হচ্ছে। যারা বিরোধ করছেন, সেসব দলও চায় ইভিএমে ভোটগ্রহণ হোক। এতে কারচুপির কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ৩০০ আসনের ভোটেই ইভিএম চাওয়া হয়েছে।’

সোমবার সকালে মাদারীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাজাহান খান। এ সময় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ এবং অসহায়দের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করেন তিনি।

নির্বাচন কমিশন ৩০০ আসনেই ইভিএম দিতে পারবে কিনা, এ প্রশ্নের বিষয়ে শাজাহান খান বলেন, ‘আমরা মনে করি, এখনো নির্বাচনের যে সময় বাকি রয়েছে, এতে পুরো ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্ভব। সেভাবেই কমিশনকে কাজ করতে হবে।’

সরকার দলীয় শীর্ষ এ নেতা বলেন, ‘ইভিএমে ভোট হলে কোনো কারচুপির সুযোগ থাকবে না। ইতোমধ্যে যেসব নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে, সেখানে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।’

বেশ কয়েকটি দল ইভিএমের বিরোধিতার বিষয় তিনি বলেন, ‘যারা এখন ইভিএমে ভোটগ্রহণ নিয়ে বিরোধিতা করছেন, তারা ‘বিরোধিতার জন্যই বিরোধিতা’ করছেন। মূলত তারাও মনে প্রাণে চান, ইভিএমে ভোট হোক। আর কয়েকটি দলের বিরোধিতার আরেকটি কারণ হলো, তারা হয়তো নির্বাচনে আসবে না। তারা সুষ্ঠু পরিবেশকে ঘোলা করতে নানা ষড়যন্ত্র করছেন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:২৫   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ