ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়াচ্ছে আগুন, লড়ছেন অগ্নিনির্বাপণকর্মীরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়াচ্ছে আগুন, লড়ছেন অগ্নিনির্বাপণকর্মীরা
সোমবার, ১ আগস্ট ২০২২



---

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়ছেন শত শত অগ্নিনির্বাপণকর্মী। চলতি বছর রাজ্যটিতে এর চেয়ে বড় দাবানল আর দেখা যায়নি।

শুক্রবার উত্তরাঞ্চলীয় সিসকিইউ কাউন্টিতে দ্য মেকেন্নি আগুনে ইতোমধ্যে ২১ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। রাজ্য ফায়ার সার্ভিসের বরাতে বিবিসি ও গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

প্যাসিফিক ক্রেস্ট হাইকিং ট্রায়ালে পদব্রজে বের হওয়া পরিব্রাজকসহ স্থানীয় দুই হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, আগুনে সেখানকার বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

জরুরি বিভাগের সবশেষ প্রতিবেদন বলছে, আগুন শূন্য শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। লাল পতাকা টাঙিয়ে হুঁশিয়ারি সংকেত দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে, আগুন এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাড়িঘর ধ্বংস হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামোও ঝুঁকিতে আছে।

দাবানলের বিপজ্জনক গতির কারণে শনিবার সিসকিইউ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুকনো জ্বালানি, চরম অনাবৃষ্টির কারণে আগুন তীব্রতর রূপ নিচ্ছে। উচ্চমাত্রার তাপমাত্রা, বাতাস ও বজ্রপাত আগুন বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

কর্তৃপক্ষ বলছে, আসছে দিনগুলোতে সম্ভাব্য বজ্রঝড়ে আরও আগুন ছড়িয়ে পড়তে পারে। মার্কিন বন বিভাগ বলছে, বাতাসের গতি অনিশ্চিত, এতে আগুন যেকোনো দিকে ছড়িয়ে পড়তে পারে। ফলে অগ্নিনির্বাপণকর্মীদের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

আবহাওয়াবিদ ব্র্যাড শ্যাফ বলেন, দ্য মেকেন্নি আগুন থেকে বের হওয়া ধোঁয়ায় তাপমাত্রা কমে যেতে পারে, যা বেশ কয়েকটি বিপজ্জনক বজ্রঝড় উপকরণ প্রতিরোধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাজ্যটিতে এটিই সবচেয়ে বৃহৎ আগুন। ইয়োসমাইট ন্যাশনাল পার্কের কাছের দ্য ঔক আগুন এখনো গর্জন তুলছে। আট দিন ধরে এ আগুন জ্বলছে। স্থানীয় ফায়ার সার্ভিস বলছে, সেখানকার আগুন ৬৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় ব্যাপক অনাবৃষ্টি চলছে। যদিও এর অগ্নি মৌসুম আসতে আরও বেশ কয়েক মাস লেগে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া উষ্ণ হয়ে উঠছে। সাধারণত শুষ্ক আবহাওয়া আগুনকে যেকোনো সময় উসকে দিতে পারে।

শিল্পযুগ শুরু হওয়ার পর থেকে উষ্ণতা এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলো যদি কার্বন নির্গমন কমিয়ে আনতে ভূমিকা নিতে না পারে, তবে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ রূপ নেবে বলে শঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৩১   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ