বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত নীতিমালা করার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত নীতিমালা করার সুপারিশ
রবিবার, ৩১ জুলাই ২০২২



---

ঢাকা, ৩১জুলাই ২০২২: একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১০ম বৈঠক কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ.স. ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী,দীপংকর তালুকদার এবং মোকাব্বির খান অংশগ্রহণ করেন।

বৈঠকে ৯ম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি বছরের নির্দিষ্ট সময়ের মধ্যে বালু মহালের সীমানা নির্দিষ্ট করে বালু উত্তোলন এবং বালুমহাল ইজারা দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত সমন্বিত নীতিমালা করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে পাথর উত্তোলনের ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে সমীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্হানান্তরিত কর্মচারীগণের প্রকল্পের চাকুরীকালসহ পূর্ণ চাকুরীকাল গণনা করে অবসরকালীন পেনশন ও আনুতোষিক সুবিধা আইন অনুযায়ী প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের হিসাব স্হায়ী কমিটিতে উপস্হাপনের সুপারিশ করে।

বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে গৃহীত ‘আশ্রয়ন প্রকল্পের’ তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং খাস জমি উদ্ধারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:২৫   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ