অডিট-আপত্তি সংশ্লিষ্ট অর্থ আদায়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম পাতা » ছবি গ্যালারী » অডিট-আপত্তি সংশ্লিষ্ট অর্থ আদায়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
রবিবার, ৩১ জুলাই ২০২২



---

ঢাকা, ৩১ জুলাই, ২০২২: একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৮০, ৮১ তম বৈঠক কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস শহীদ, মোঃ আফছারুল আমীন, মোঃ শহীদুজ্জামান সরকার, র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং বেগম ওয়াসিকা আয়েশা খান অংশগ্রহণ করেন।

পূর্ত অডিট অধিদপ্তর কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০০৯-২০১০, ২০১০-২০১১ ও ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ এ অন্তভূর্ক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ ও ১০ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

পূর্ত অডিট অধিদপ্তর কর্তৃক প্রণীত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ এ অন্তভূর্ক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০ ও ১১ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির অংশরুপে আংশিক নিষ্পন্ন ও অনিষ্পন্ন অডিট আপত্তি (অনুচ্ছেদ ১,২,৪,৫,৮,৯, ১০ ও ১১) এর বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক আপত্তিকৃত অর্থ আদায়ের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অর্থ বিভাগের যুগ্মসচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের ডেপুটি কনট্রোলার এন্ড অডিটর জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৩   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ