শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সুপারিশ
রবিবার, ৩১ জুলাই ২০২২



---

ঢাকা ৩১ জুলাই ২০২২ : একাদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য নারায়ন চন্দ্র চন্দ্, বজলুল হক হারুন, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এবং ফরিদা খানম অংশগ্রহণ করেন।

সভার শুরুতে সদ্য প্রয়াত মাননীয় ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় ২২তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ২২তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কক্সবাজার সি-বীচ এলাকায় অবস্থিত ঝুপড়ী দোকান উচ্ছেদ করা, সাগরের পানির স্বচ্ছতা নিশ্চত করণার্থে কক্সবাজারে স্থাপিত প্রতিটি হ্যাচারী/ হোটেল/প্রতিষ্ঠানে এবং একইভাবে দেশের অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষও তাদের আওতাধীন এলাকায় বাধ্যতামূলকভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনে কার্যকর ব্যবস্থা হিসেবে পত্র প্রেরণ করা হয়েছে মর্মে বৈঠকে জানানো হয়।

গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সস্টিটিউট-এর চলমান প্রকল্পসমূহের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসিক পরিদপ্তর-এর সার্বিক কর্মকান্ড নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

চট্টগ্রামের জলাবদ্ধতা দূরীকরনের নিমিত্ত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার এবং আগামী বৈঠকে এ বিষয়ে কাজের অগ্রগতি সম্পর্কে জানানোর জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

পূর্বাচল নতুন শহর প্রকল্পটির কার্যকারিতা আরো গতিশীল করার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করার বিষয়ে খতিয়ে দেখার জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
শিল্প প্রতিষ্ঠানে নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরন করার জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫১   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ