এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ৮০ কোটি টাকা জামানতবিহীন ঋণ

প্রথম পাতা » অর্থনীতি » এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ৮০ কোটি টাকা জামানতবিহীন ঋণ
শনিবার, ৩০ জুলাই ২০২২



---

করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা (এসএমই) গোষ্ঠীর সহজ অর্থায়ন সুবিধা প্রদানে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।
এ বিষয়ে গত বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর করেছে।
এসএমই ফাউন্ডেশন সরকারের কাছ থেকে পাওয়া প্রণোদনা প্যাকেজ তহবিল থেকে ৩০০ কোটি টাকার একটি রিভলভিং ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে এসএমই ফাউন্ডেশন ব্র্যাক ব্যাংককে ৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা গোষ্ঠী ও অন্যদের মাত্র ৪ শতাংশ সুদহারে ঋণ বিতরণ করবে ব্যাংকটি। একজন উদ্যোক্তা ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা তিন বছরের মধ্যে পরিশোধযোগ্য। এ ঋণ সুবিধা নিতে উদ্যোক্তাদের কোন জামানত লাগবে না। এ ঋণে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদম জুমদার, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন,উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৪:৪৩   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ