রেকর্ড গড়া ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

প্রথম পাতা » খেলা » রেকর্ড গড়া ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড
শনিবার, ৩০ জুলাই ২০২২



---

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। গতরাতে রেকর্ড গড়া ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১০২ রানের বড় জয়ে সিরিজও নিশ্চিত করলো নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে কিউইরা। সিরিজের প্রথম ম্যাচে ৬৮ রানে জিতেছিলো নিউজিল্যান্ড।
এডিনবার্গে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম ২ ওভারে ২৫ রান তুলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেন ক্লেভার ও ফিন অ্যালেন। প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা অ্যালেন প্রথম ব্যাটার হিসেবে এবার ৬ রানে আউট হন। ভালো শুরুর পর ১৬ বলে ২৮ রান করেন ক্লেভার।
এরপর মিডল-অর্ডারের চার ব্যাটারের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে বিশাল রান পেয়ে যায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান করে তারা। নিজেদের টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় রান কিউইদের। আগেরটি ছিলো ৫ উইকেটে ২৪৩ রান। ২০১৮ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেছিলো নিউজিল্যান্ড।
মার্ক চাপম্যান ৫টি চার ও ৭টি ছক্কায় ৪৪ বলে ৮৩ রান করেন। ৮টি চার ও ৩টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৬১ রান করেন মাইকেল ব্রেসওয়েল। এছাড়া ড্যারিল মিচেল ১৯ বলে ৩১ ও জেমস নিশাম ১২ বলে ২৮ রান করেন।
২৫৫ রানের বিশাল টার্গেট পেয়ে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে হারের পথে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫২ রান করে স্কটিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ক্রিস গ্রেভস। নিউজিল্যান্ডের নিশাম ও মাইকেল রিপন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন চাপম্যান।
আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র ওয়ানডে খেলতে নামবে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৬:০০:১৩   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ