কায়রোতে ‘বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » অর্থনীতি » কায়রোতে ‘বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শুক্রবার, ২৯ জুলাই ২০২২



---

মিসরের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্যে মিসরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গতকাল (২৮ জুলাই) কায়রোর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক এক বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়।
মিসরীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার অংশ হিসেবে দূতাবাস এ সেমিনারের আয়োজন করে।
মিসরের রাজধানী কায়রো’র রামসিস হিলটন হোটেলে আয়োজিত এ সেমিনারে মিসরের বিভিন্ন কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী, টিভি চ্যানেল’র সংবাদকর্মী, মিসরে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ীবৃন্দ, মিসর সরকারের পদস্থ ব্যক্তিবর্গ, সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
রাষ্ট্রদূত মনিরুল ইসলাম স্বাগত বক্তৃতায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও মিসরের মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করেন।
তিনি বাংলাদেশের অমিত অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সহযোগিতার সম্ভাব্য সকল ক্ষেত্র বিশেষ করে ‘সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে’ সেসব বিষয়ে আলোকপাত করেন।
আজ শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে মিসরের এ্যাপারেল এক্সপোর্ট কাউন্সেলের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা পেয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের গতিধারা এবং ভবিষ্যত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রক্ষেপণ সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন।
এ্যাপারেল এক্সপোর্ট কাউন্সেলের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের চলমান ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, ভৌত অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ-বান্ধব পরিবেশ ও নীতি, প্রতিযোগিতামূলক শ্রম ব্যয় প্রভৃতি বিবেচনায় বাংলাদেশ মিসরীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যস্থল হতে পারে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের জন্য প্রদত্ব আনুষঙ্গিক সুবিধা বিবেচনা করে মিসরীয় বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেন।
সেমিনার অংশগ্রহণকারি আরব উইমেন ইনভেস্টরস ইউনিয়ন’র প্রেসিডেন্ট তার বক্তৃতায় বাংলাদেশে নারীর ক্ষমতায়ণ সম্পর্কে আলোকপাত করেন এবং এ ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক অগ্রগতির উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২০:০৭:৪৫   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ