ভারত-নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয় দলে ফিরলেন হেটমেয়ার

প্রথম পাতা » খেলা » ভারত-নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয় দলে ফিরলেন হেটমেয়ার
শুক্রবার, ২৯ জুলাই ২০২২



---

ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজদের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শিমরন হেটমেয়ার।

ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শুক্রবার (২৯ জুলাই)। এই সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে তারা।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ৩ ম্যাচ হবে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। যথারীতি সংক্ষিপ্ত সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে থাকছেন নিকোলাস পুরান। রবম্যান পাওয়েল থাকছেন তার ডেপুটি হিসেবে। শামার ব্রুকস, কাইল মায়ের্স, ব্রেন্ডন কিংদের সঙ্গে ব্যাট হাতে ভারত ও নিউজিল্যান্ডকে কঠিন সময় উপহার দিতে থাকছেন হেটমেয়ারও।

সাম্প্রতিক সিরিজগুলোতে ফিটনেসের কারণে হেটমায়ারকে দল থেকে বাইরে রেখেছিল ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। এবার দলে জায়গা হয়েছে তার। এদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলে চোট পাওয়া তরুণ বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি পুরোপুরি সুস্থ না হওয়ায় আসন্ন দুই সিরিজের দলে জায়গা পাননি। স্পিনার হিসেবে রয়েছেন আকিল হোসেন ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য হোয়াইটওয়াশ হয়েছে উইন্ডিজরা। প্রথম দুই ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতা উপহার দিলেও শেষ ম্যাচে হেরেছে বাজেভাবেই।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

নিকোলাস পুরান (অধিনায়ক), রবম্যান পাওয়েল (সহ অধিনায়ক), শামার ব্রুকস, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ের্স, ওবেদ ম্যাকয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৫   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ