সম্মাননা পদক পেলেন খুলনা বিভাগের নির্বাচিত ৫ শ্রেষ্ঠ জয়িতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সম্মাননা পদক পেলেন খুলনা বিভাগের নির্বাচিত ৫ শ্রেষ্ঠ জয়িতা
বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২



---

সমাজের বিভিন্নস্তরে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে খুলনা বিভাগের নির্বাচিত ৫ শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পদক পেয়েছেন।

আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে থেকে অনলাইন ভার্চুয়াল মাধ্যমে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ সম্মাননা প্রদান করেন।

সম্মাননা প্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে খুলনার নুরজাহান খানম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাতক্ষীরার জেলার তালা উপজেলার প্রফেসর শামসুন নাহার, সফল জননী ক্যাটাগরীতে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার মোছা: জাহানারা পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নড়াইল সদরের লাভলী ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনার হালিমা ইসলাম।

প্রতিমন্ত্রী খুলনা বিভাগের নির্বাচিত জয়িতার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেন।

প্রধান অতিথির বক্তৃতায় ইন্দিরা বলেন,নারীর উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বৈষম্যহীন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সমাজের বিভিন্ন স্তর থেকে জয়িতাদের চিহ্নিত করে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।

বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি বাল্যবিবাহ বন্ধ করতে না পারি তাহলে নারীর অধিকার প্রতিষ্ঠায় পিছিয়ে পড়বে।

এসময় তিনি বাল্য বিয়ে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান।

খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও রেঞ্জ ডিআইজি, খুলনা ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)। অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খুলনা বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৫   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ