পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারে কাজ করবে বাংলাদেশ-নেপালের যৌথ বিশেষজ্ঞ কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারে কাজ করবে বাংলাদেশ-নেপালের যৌথ বিশেষজ্ঞ কমিটি
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২



---

পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ-নেপাল যৌথ বিশেষজ্ঞ কমিটির ৬ষ্ঠ সভা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। দু’দেশের অভিজ্ঞ কমিটি যৌথভাবে দক্ষিণ এশিয়ার বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।
দুই দিনব্যাপী এই সভায় দশ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান, উপসচিব তৌফিকুল ইসলাম, মো. নাজমুল ইসলাম ভূইয়া, উপ-পরিচালক মো. মাশহুদুল কবীর, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) শ্যামল চন্দ্র দাশ, সিনিয়র সহকারী সচিব এসএম আজহারুল ইসলাম, যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াদুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধি।
বিশেষজ্ঞদের এই সভার প্রথম দিন আজ ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে। এতে বলা হয়েছে, পানি সমস্যার সুষ্ঠু সমাধানসহ বন্যায় ক্ষয়ক্ষতি প্রশমিত করতে যৌথ অধ্যয়ন, গবেষণা ও তদন্ত পরিচালনার ক্ষেত্রে কাজ করবে বিশেষজ্ঞ কমিটি।
উল্লেখ্য, নেপাল সরকারের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসালে নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ২৫-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করেন। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল গত ২৬ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সেচ প্রকল্পের বিষয়ে উপস্থাপন করা হয় এবং নেপাল পক্ষ থেকে যৌথ বিশেষজ্ঞ কমিটির করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
ইতোপূর্বে যৌথ বিশেষজ্ঞ কমিটির ৫টি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২৬-২৯ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে যৌথ বিশেষজ্ঞ কমিটির ৫ম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। আজ এরই ধারাবাহিকতায় নেপাল সরকারের উদ্যোগে কাঠমুন্ডুর হোটেল এভারেস্টে এই ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৬   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ