বাংলাদেশের পর ভারতের কাছেও হোয়াইটওয়াশ উইন্ডিজ

প্রথম পাতা » খেলা » বাংলাদেশের পর ভারতের কাছেও হোয়াইটওয়াশ উইন্ডিজ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২



---

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এরপরই ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজে মাঠে নামে ক্যারিবিয়ানরা।

তবে একই ভাগ্য বরণ করে নিতে হলো ভারতের বিপক্ষেও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারল নিকোলাস পুরানের দল। পোর্ট অব স্পেনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ডিএলএস মেথডে ১১৯ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুই ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল শিখর ধাওয়ানের দল। শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনার ধাওয়ান এবং শুভমান গিল দারুণ শুরু এনে দেয় সফরকারী ভারতকে।

ওপেনিং জুটিতে ১১৩ রান তোলার পর হেইডেন ওয়ালস জুনিয়রের বলে ব্যক্তিগত ৫৮ রান করে ফেরেন অধিনায়ক ধাওয়ান। দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৮৬ রান যোগ করেন গিল। ৪৪ রান করে ফেরেন শ্রেয়াস।

চারে নেমে মাত্র ৮ রান করে ফেরেন সূর্যকুমার যাদব। ভারতীয় ইনিংসের ৩৬ ওভারে বৃষ্টি হানা দেয়। ততক্ষণে ৩ উইকেটে ২২৫ রান তুলে ফেলেছে ভারতীয়রা। যেখানে ৯৮ বলে ৭ চার ও ২ ছয়ে অপরাজিত ৯৮ রান করে মাঠে ছিলেন গিল। তবে আর ব্যাটিংয়ে নামতে না পারায় শতক না পেয়েই আক্ষেপ নিয়ে থামতে হয় শুভমান গিলকে।

বৃষ্টি বন্ধ হলে উইন্ডিজের সামনে ডিএলএস মেথডে ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্য দেয় ভারত। সে লক্ষ্য তাড়া করতে নেমে চার ব্যাটসম্যানের শূন্য রানে ১৩৭ রানে থামে উইন্ডিজরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন অধিনায়ক পুরান এবং ব্রেন্ডন কিং।

এ ছাড়াও শেই হোপ ২২ এবং হেইডেন ওয়ালস ডাবল ডিজিটে পৌঁছে করেছেন বরাবর ১০ রান। ভারতীয়দের পক্ষে যুজবেন্দ্র চাহাল ১৭ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরও ২টি করে উইকেট শিকার করেছেন। সেঞ্চুরি বঞ্চিত শুভমান গিল সিরিজে সর্বোচ্চ ২০৫ রান করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩৭   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ