ওয়ানডে ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন নয় আইসিসি

প্রথম পাতা » খেলা » ওয়ানডে ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন নয় আইসিসি
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২



---

একজন ক্রিকেটার এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেন। আন্তর্জাতিক ম্যাচের বাইরেও ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগ মিলিয়ে প্রচুর ম্যাচ খেলায় তাদের শরীর ও মনের ওপর ধকলটাও কম যায় না। ক্রিকেটের জনপ্রিয় সংস্করণ ওয়ানডে ক্রিকেট ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের কাছে। তাই টেস্ট ও টি-টোয়েন্টিতে গুরুত্ব দিতে ক্রিকেটাররা আগ্রহ হারাচ্ছে সাদা বলের ৫০ ওভারের সংস্করণের প্রতি। তাই অনেকেই শঙ্কায় এই সংস্করণের ভাগ্য নিয়ে। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নয়।

তিন ফরম্যাটের ক্রিকেটই সমান গুরুত্ব দিয়ে খেলাটা এখন ক্রিকেটারদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই চাপ সামলাতে না পেরে বেন স্টোকসের মতিও তারকা অলরাউন্ডার অবসর নিয়ে ফেলেছেন ওয়ানডে ফরম্যাট থেকে। টি-টোয়েন্টির বিপ্লবে আশঙ্কাজনকভাবে কমছে ওয়ানডে ক্রিকেটের দর্শকও। তাই অনেকেই বলছেন, ওয়ানডে ক্রিকেটের ম্যাচের পরিমাণ কমিয়ে দিতে।

তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নয়। সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ আলারডাইস জানালেন, আইসিসির পরিকল্পনায় তিন ফরম্যাটই পাচ্ছে সমান গুরুত্ব। তিনি বলেন, ‘বার্মিংহ্যামে বার্ষিক সাধারণ সভায় তিনি ধরনের ক্রিকেট সমানভাবে চালানোর কথা হয়েছে। সেভাবেই আমরা সূচি চূড়ান্ত করেছি। হ্যাঁ, ইদানীং কিছু কথাবার্তা চলছে জানি। কিন্তু সেটা শুধু একদিনের ক্রিকেট নিয়ে নয়। সব ধরনের ক্রিকেট একসঙ্গে চালানোর কথা হচ্ছে। প্রতিটি দলের এফটিপিতে ভালোসংখ্যক ওয়ানডে ম্যাচ আছে।’

ওয়ানডে ক্রিকেটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর আইপিএলের মতো দুনিয়া কাঁপানো ক্রিকেট প্রতিযোগিতার জন্ম হয়েছে। আইপিএলের কাড়ি কাড়ি টাকার হাতছানি ও লাভজনক ব্যবসা দেখে টেস্টখেলুড়ে প্রতিটি দেশই শুরু করেছে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। টি-টোয়েন্টির ধারাবাহিকতায় এসেছে টি-টেন লিগও। তাই কম সময়ে কম পরিশ্রমে বড় অঙ্কের টাকা আয়ের সুযোগ থাকায় ৫০ ওভারের ক্রিকেটে আগ্রহ হারাচ্ছে ক্রিকেটাররা।

আলারডাইস সমস্যা সমাধানে দিলেন ভারসাম্য আনার তাগিদ। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সামঞ্জস্য এনে খেলার একটা ভারসাম্য আনার পরামর্শ দিলেন তিনি, ‘সব বোর্ডকেই ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য রাখতে হবে। এমনভাবে সূচি করতে হবে যাতে ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। প্রতিটি বোর্ডের পরিস্থিতি আলাদা। তাই একইরকম ব্যবস্থা সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে।’

উল্লেখ্য, আইসিসির আগামী এফটপি অনুযায়ী সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে একটি কম ওয়ানডে খেলবে ম্যাচ সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ। বাকি কোনো দলই এ সময়ে খেলবে না ৫০টি ওয়ানডে ম্যাচও।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৩৮   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ