পার্থ-অর্পিতা ইস্যুতে চরম বিতর্ক ও বিদ্রোহ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্থ-অর্পিতা ইস্যুতে চরম বিতর্ক ও বিদ্রোহ শুরু
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২



---

এবার তৃণমূলের অভ্যন্তরেই পার্থ ইস্যুতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। দলটির শীর্ষতম দুজন মুখপাত্র কুনাল ঘোষ, গৌতম দেব টুইট করে এবং কলকাতার গণমাধ্যমের কাছে দাবি করেছেন, এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে তার মন্ত্রিত্ব ও দলীয় সব পথ থেকে বহিষ্কার করা হোক। ‌

রাজ্যের মানুষের কাছে দলের ভাবমূর্তি এবং দলীয় স্বার্থরক্ষার জন্য দ্রুত এই পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে সব শেষ বেলঘরিয়ার অর্পিতার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করেন। একই অভিযানে ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পাঁচ কেজি সোনার বার। ‌মূল্যবান পাথর ও উপহারসামগ্রী। বের হয় বিপুল পরিমাণ সম্পদের রেজিস্ট্রেশন, ট্যাক্স রশিদ এবং বিভিন্ন ইউটিলিটি বিলের কপি। ‌এসব কিছুর মূল্য ৪০ কোটিরও বেশি বলে মনে করা হচ্ছে।

পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেস চরম অস্বস্তিতে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।‌ বিশেষ করে দলটির শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যে কোটি কোটি টাকা উদ্ধার এবং সম্পদের হদিস প্রকাশে আসায় দলটির ভাবমূর্তি ও চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা।

যদিও দলটির নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারও একটি অনুষ্ঠানে কার্যত সিবিআই ও ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং এ ঘটনায় ষড়যন্ত্র হয়েছে বলে ইঙ্গিত করেন। ‌সেদিনও তিনি বলেননি পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার কিংবা তার মন্ত্রিত্ব কেড়ে নেয়া হবে।

যদিও দলের নেত্রী অবস্থান নিয়ে সরাসরি অন্য তৃণমূল নেতারা এখন পর্যন্ত মুখ খোলেননি তবে তৃণমূল নেতৃত্বের একটি অংশ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারের পর চলমান ঘটনায় যে চরম ক্ষুব্ধ, সেটি তারা সাংবাদিকদের জানিয়েছেন।

দলটির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা তথা ডায়মন্ড হারবারের এমপি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থিরা বেশ কয়েক মাস ধরেই তৃণমূল কংগ্রেসের মধ্যে শুদ্ধিকরণের দাগ দিয়ে আসছিলেন। অভিষেকপন্থিরাই এবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর কোটি কোটি টাকা প্রকাশ্যে আসায় মুখ খুলতে শুরু করেছেন।

রাজনৈতিক মহল মনে করছেন, এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থক কিংবা পন্থিরা আরও সক্রিয় হয়ে উঠবেন। এর আগে অভিষেকপন্থিরা সক্রিয় হয়ে ওঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় অতি সক্রিয় হয়ে অভিষেকপন্থিদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। দলটির মধ্যে মমতা এবং অভিষেক দুটি ধারা গত কয়েক বছর ধরেই লক্ষ্য করছিলেন রাজ্যবাসী। ‌

পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে মমতাপন্থিদের অবস্থান অনেকটাই নড়বড়ে হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে দলে রাখা হবে নাকি দল থেকে বাদ দেয়া হবে তারপর দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নির্ভর করছে।

এদিকে ইডির দায়িত্বশীল সূত্র দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো দাবি করছে, ২৪ ঘণ্টা জেলার পর যে অর্থ সম্পদের হদিস পাওয়া গেছে, সবই পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়।

শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের লোকই বিভিন্ন ফ্ল্যাটে গভীর রাতে ট্রাংকভর্তি টাকা নিয়ে যেতেন বলেও দাবি ওই মডেলের।

ফলে পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা যেমন তৈরি হয়েছে সে রকমই আইনি জটিলতাও তাকে আরও ঘিরে ধরবে বলেও মনে করা হচ্ছে।

সূত্রগুলো বলছে, এবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের ধরার অভিযানে নামবে ইডি। আগামী এক দুদিনের মধ্যে তৃণমূলের আরও কয়েকজন মন্ত্রী নেতাকেও জেরা করতে পারেন ইডি গোয়েন্দারা এমনটাও আভাস মিলছে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৪৬   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ