এবার স্বাগতিক ভারতকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

প্রথম পাতা » খেলা » এবার স্বাগতিক ভারতকে হারানোর লক্ষ্য বাংলাদেশের
বুধবার, ২৭ জুলাই ২০২২



---

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশি যুবারা।

আজ (২৭ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে তানভীর হোসেনের দল।

ভারতের ভুবনেশ্বরে কালিঙ্গা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। এই ম্যাচে মাঠে নামার আগে কিছুটা নির্ভার থাকবে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মিরাজুলের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে এগিয়েই আছে বাংলাদেশ।

অপরদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের যাত্রা শুরু করবে ভারত।

এদিকে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে প্রথম ম্যাচের জয়ের নায়ক মিরাজুল বলেন, ‘ভারতের ম্যাচেও যদি কোচ সুযোগ দেন, তাহলে আবারও গোল করতে চাই।’

এদিকে বাংলাদেশের কোচ পল স্মলি নিজের শিষ্যদের ওপর চাপ দিতে চাইছেন না। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পরিকল্পনা কোচের। স্মলি বলেন, ‘ছেলেরা স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবে। জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশ সময়: ১৪:৪২:১২   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ