‘বাংলাদেশ-কেনিয়ার মধ্যে বাণিজ্যের উন্নয়নে যথেষ্ট সুযোগ’

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ‘বাংলাদেশ-কেনিয়ার মধ্যে বাণিজ্যের উন্নয়নে যথেষ্ট সুযোগ’
বুধবার, ২৭ জুলাই ২০২২



---

বাংলাদেশ ও কেনিয়ার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত কেনিয়ার দ্বিপাক্ষিক ও পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মই লিমোশিরা।

সোমবার (২৫ জুলাই) রাজধানীতে ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদ এবং ১০ সদস্য বিশিষ্ট কেনিয়া সরকারের প্রতিনিধিদলের মধ্যকার মতবিনিময় সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

সম্প্রতি কৃষি, খাদ্য-নিরাপত্তা, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ বেশ সাফল্য দেখিয়েছে উল্লেখ করে কেনিয়ার প্রতিনিধিদলের প্রধান জানান, বাংলাদেশি উদ্যেক্তাদের জন্য তার দেশে বিশেষ করে কৃষি ও তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে, যেটি বাংলাদেশের উদ্যোক্তাদের আফ্রিকা মহাদেশের দেশগুলোর বাজারে পণ্য রফতানির সুযোগ তৈরি করবে।

এ সময় দু’দেশের ব্যবসা ও বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত ও নিরসনকল্পে ‘জয়েন্ট ট্রেড কমিশন’ গঠনের জন্য তিনি প্রস্তাব করেন।

মই লিমোশিরা উল্লেখ করেন, দেশ দুটির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অবস্থায় দু’দেশের এসএমই খাতের উদ্যোক্তাদের মধ্যকার কার্যকর যোগাযোগ স্থাপন এবং দক্ষতা বৃদ্ধিতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।

এছাড়াও নতুন নতুন প্রযুক্তির আদান-প্রদানের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে দু’দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের পার্টনারশিপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাণিজ্য সংগঠনসমূহের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান মই লিমোশিরা।

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ উৎকৃষ্ট গন্তব্যস্থল।

তিনি বলেন, দু’দেশের এসএমইদের মধ্যকার বিটুবি ম্যাচ-মেকিং আয়োজন, প্রতিনিধিদল প্রেরণ এবং নিয়মিত বাণিজ্য মেলা ও পণ্য প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও কেনিয়ার বিদ্যমান সম্ভাবনাময় বাণিজ্যিকে আরও সম্প্রসারণ করা যেতে পারে।

তিনি উল্লেখ করেন, দেশ দুটির সরকারের পাশাপাশি বেসরকারি খাতে উদ্যোক্তারা যৌথভাবে কাজ করলে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪.৮০ মিলিয়ন মার্কিন ডলার থেকে আরও উন্নীত করা সম্ভব।

ডিসিসিআই পরিচালক খায়রুল মজিদ মাহমুদ কেনিয়াতে বাংলাদেশি উদ্যোক্তাদের কন্ট্রাক ফার্মিং সুযোগ দেয়ার প্রস্তাব করেন এবং বাংলাদেশে থেকে পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্য আমদানির আহ্বান জানান। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্যের অধিকতর সম্প্রসারণে বাংলাদেশে কেনিয়ার দূতাবাস স্থাপন ও সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ এবং ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:১০:৩৫   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে সৌরবিদ্যুৎ সেচে সহযোগিতা করবে জার্মানি
‘ভোজ্যতেল আমদানি করতে বছরে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়’
কম খরচে বেশি লাভ সরিষার আবাদে
জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে
কুমিল্লায় রোপা আমনের মাঠে সবুজ হাসি
ইতিহাসের এই দিনে
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালয়েশিয়ায় ‘সিরাহ কনফারেন্স’ অনুষ্ঠিত
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, এটা চায়নি বিএনপি সরকার: শেখ হাসিনা
৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার
বাংলাদেশের পরিস্থিতি অবগত আছি : জাপানের রাষ্ট্রদূত

আর্কাইভ