রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশকে ক্ষতিগ্রস্ত করছে: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশকে ক্ষতিগ্রস্ত করছে: প্রধানমন্ত্রী
বুধবার, ২৭ জুলাই ২০২২



---

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি, খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) বিজনেস ফোরাম এক্সপোর অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডি-৮ দেশগুলো নিয়ে বাণিজ্যিক এলাকা গড়ে তোলা সম্ভব।

গত মঙ্গলবার (২৫ জুলাই) থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুদিনব্যাপী ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) বিজনেস ফোরাম এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটি প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ এ এক্সপোর আয়োজন করেছে।

এক্সপোতে সদস্যভুক্ত ৮টি দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন। দেশগুলোর বেসরকারি খাতের মধ্যে সম্পৃক্ততা বাড়িয়ে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন আয়োজনের মূল উদ্দেশ্য।

উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সংগঠন ডি-৮ বা ডেভেলপিং ইকোনমি। ১৯৯৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়া অন্য ৭টি সদস্য দেশ হলো- মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। বর্তমানে দেশগুলোর মোট অর্থনীতির আকার ৫ ট্রিলিয়ন ডলার।

গত সোমবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে ডি-৮ সিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, এ আয়োজন সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে এবং ব্যবসার নতুন সুযোগ উন্মোচনে সম্ভাবনা সৃষ্টি করবে। দেশগুলোর জন্য ব্যবসা ও বাণিজ্য পরিচালনায় এবং তাদের নিজ নিজ অর্থনীতিকে সহযোগিতামূলক পদ্ধতিতে এগিয়ে নেয়ার নতুন দ্বার উন্মোচন করবে।

এবার যেসব বিষয়ে আলোচনা হবে এর মধ্যে রয়েছে- পণ্যসামগ্রী-খনিজ ও শক্তি, শ্রমনির্ভর পণ্য-বস্ত্র, পোশাক, হালকা প্রকৌশল ও চামড়াজাত পণ্য; শ্রমনির্ভর সেবা-পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়ন; অঞ্চলভিত্তিক প্রক্রিয়াকরণ-কৃষি, জলজসম্পদ ও পশুসম্পদ।

জ্ঞানভিত্তিক পণ্যের মধ্যে রয়েছে-ইলেকট্রনিকস উপাদান, সেমিকন, সাইবার নিরাপত্তা সরঞ্জাম উপাদান, লজিস্টিকস ও পরিবহন সরঞ্জাম। জ্ঞানভিত্তিক সেবার মধ্যে রয়েছে-আইসিটিতে পেশাদার সেবা, অর্থনৈতিক খাতে প্রযুক্তি সক্ষম করা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটিজ, দক্ষতা এবং গবেষণা ও উন্নয়ন। এ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রয়োগভিত্তিক দক্ষতা ইত্যাদি।

আলোচ্যক্ষেত্র হিসেবে আরও থাকবে হালাল অর্থনীতি, ব্লু-ইকোনমি, সাইবার নিরাপত্তা, রোবোটিকস, স্টার্টআপ ইকোসিস্টেম, যুব-নারীর ক্ষমতায়ন ও এমএসএমই, কৃষিপ্রযুক্তি, স্বাস্থ্যসংক্রান্ত প্রযুক্তি, পণ্যের মান ও সমন্বয় এবং মুদ্রার সমন্বয়।

করোনায় সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ও ঝুঁকি মোকাবিলায় এবং বৈশ্বিক উন্নয়নে সাড়া দেওয়ার অংশ হিসেবে, কৃষি খাত এবং উৎপাদন খাতের জন্য কৌশলগত রোডম্যাপ গঠনে কাজ করছে। অনুষ্ঠানের প্রথমদিন সাধারণ পরিষদে সম্ভাব্য রোডম্যাপ ও এর কৌশল নিয়ে আলোচনা এবং দ্বিতীয় দিনে ডি-৮ মন্ত্রীপর্যায়ে তা উপস্থাপন করা হবে। পরে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ডি-৮-এর সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।

এ ছাড়া ৮ সদস্য দেশের পক্ষ থেকে ৪০ জনের অধিক প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন। আগত দর্শনার্থীদের জন্য এক্সপো জোনে ‘বিল্ড ইন বাংলাদেশ প্যাভিলিয়ন’-এ বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠানের স্টল থাকবে। বুধবার (২৭ জুলাই) এক্সপো শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৬:০৮   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ