‘ভাল্লাগে’ গানের শিল্পী-কলাকুশলীদের মিলনমেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ভাল্লাগে’ গানের শিল্পী-কলাকুশলীদের মিলনমেলা
বুধবার, ২৭ জুলাই ২০২২



---

দেশের বিনোদন জগতের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়া। ২০১৮ সালের মার্চ মাসে কার্যক্রম শুরুর পর থেকে একাধিক নাটক ও বাংলা সুপারহিট গান দর্শকদের উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির ‘ভাল্লাগে’ শিরোনামের গানটি ভাইরাল হয়েছে। এ উপলক্ষে একটি মিলনমেলার আয়োজন অনুষ্ঠিত হয়।

বুধবার ২৬ জুলাই রাজধানীর একটি রেস্তোরাঁয় এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভাইরাল গানটির শিল্পী সুমি শবনম, অভিনেতা নয়ন বাবু, মম, নৃত্য পরিচালক হাবিব রহমান, শিল্পী তোসিবাহ বিভিন্ন শিল্পী ও অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের বিরতি শেষে নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী সুমী শবনম। ফিরেই অভাবনীয় সাড়া ফেলেছেন তিনি। প্রসঙ্গে গায়িকা বলেন, গানের কথাগুলো খুবই ভালো লেগেছিল তাই গানটি করা। গানটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রযোজনা প্রতিষ্ঠানকে। পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘ একটি সময় নতুন গান থেকে দূরে থাকতে হয়েছিল। ফিরেই নতুন গানটি থেকে বেশ সাড়া পাচ্ছি। সব ব্যস্ততা কাটিয়ে এখন গান নিয়ে নতুন পরিকল্পনা সাজিয়েছি। এখন থেকে গানে নিয়মিত পাওয়া যাবে।

মডেল-অভিনেতা নয়ন বাবু বলেন, আমার কাছে মনে হয়েছিল দর্শক গানটি পছন্দ করবে, সেই ভাবনা থেকেই এটি করা। তবে ভাবতে পারিনি এভাবে সাড়া ফেলবে। প্রকাশের পরই গানটি টিকটকে ভাইরাল হয়ে গেছে। সামনে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও একগুচ্ছ নতুন কিছু গান আসছে, যা ধারাবাহিকভাবে প্রকাশ পাবে।

মোহাম্মদ আকরাম হোসাইনের লেখা ও সুরে ‘ভাল্লাগে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমি শবনম। সংগীত পরিচালনা করেছেন সজিব। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১২:৫৭:২৩   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ