হাজী সেলিমের কারাদণ্ড বহালের রায় প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাজী সেলিমের কারাদণ্ড বহালের রায় প্রকাশ
বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২



---

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে দেওয়া হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক স্বাক্ষরিত রায়টি বুধবার প্রকাশ করা হয়।

এ মামলায় হাজী সেলিম বর্তমানে জামিনে রয়েছেন।

গত বছরের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রায় ১৪ বছর আগে বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন।

ওই রায়ে সম্পদের তথ্য গোপনের অভিযোগে জজ আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ড থেকে অব্যাহতি পেয়েছিলেন সেলিম।

রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে বলা হয় তাকে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার জামিননামা বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশও দিয়েছিলেন হাই কোর্ট।

এর আগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছর ও তথ্য গোপনের দায়ে তিন বছরসহ মোট ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এর পর ২০০৯ সালের অক্টোবরে রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে হাই কোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে দুদক।

ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের সাজা বাতিলের রায় বাতিল করে হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

এর পর ২০২০ সালের ১১ নভেম্বর এ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেন উচ্চ আদালত। সে আদেশ অনুসারে নথি আসার পর আপিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। গত বছরের ৩১ জানুয়ারি এই মামলায় পুনরায় শুনানি শুরু হয়। এর পর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে ৯ মার্চ রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। ওই রায়ের দিন মামলাটি আদালতের কার্যতালিকায় এক নম্বরে ছিল।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০০   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ