টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই ফাইনাল লর্ডসে

প্রথম পাতা » খেলা » টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই ফাইনাল লর্ডসে
বুধবার, ২৭ জুলাই ২০২২



---

টেস্ট ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবং জনপ্রিয়তা বাড়াতেই আবির্ভাব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। ২০২১ সালের জুনে প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। বর্তমানে চলছে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ২০২৩ সালের জুনে হতে যাওয়া এই আসরের ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসকে। শুধু এই আসর নয়, এর পরের ফাইনালের ভেন্যুও হবে লর্ডস।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার (২৬ জুলাই) আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২১ সালের জুনে অনুষ্ঠিত হওয়া প্রথম আসরের ফাইনালের ভেন্যুও ছিল লর্ডস। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য ভেন্যু সরিয়ে সাউদাম্পটনে নেওয়া হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসর চলছে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ নয় দলকে নিয়ে। এবার ও পরবর্তী আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০২৩ ও ২০২৫ এর জুনে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এখন পর্যন্ত ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে খুব বেশি পিছিয়ে নেই এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানও। আগামী বছরের মে মাসের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে কোন দুই দল খেলবে ফাইনাল।

এদিকে এবারের সভায় আইসিসিতে নতুন দায়িত্ব পেয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের দুই কিংবদন্তি ভিভিএস লক্ষণ ও ড্যানিয়েল ভেট্টোরি। বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।

এ ছাড়া সাবেক খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার রজার হার্পার। আইসিসির এ ক্রিকেট কমিটির নেতৃত্বে থাকছেন সৌরভ গাঙ্গুলি।

বাংলাদেশ সময়: ১২:৪০:০৬   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ