বড় জয়ে জাপান সফর শেষ করলো পিএসজি

প্রথম পাতা » খেলা » বড় জয়ে জাপান সফর শেষ করলো পিএসজি
মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২



---

প্রাক-মৌসুম জাপান সফর দাপটের সাথেই শেষ করেছে পিএসজি। সোমবার স্থানীয় জে-লিগের ক্লাব গাম্বা ওসাকাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্টরা। ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। প্রাক-মৌসুমে দলের আক্রমণভাগ নিয়ে দারুন স্বস্তিতে থাকলেও দুই গোল হজম করার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না পিএসজির নতুন কোচ ক্রিস্টোফে গালটিয়ার।
ম্যাচে নেইমার করেছেন দুই গোল। এছাড়া মেসি, এমবাপ্পে, পাবলো সারাবিয়া ও নুনো মেনডেসও স্কোরশিটে নাম লিখিয়েছেন। এই জয়ের মাধ্যমে পিএসজির প্রাক-মৌসুম জাপান সফরে তিন ম্যাচে শতভাগ সাফল্য নিশ্চিত হলো। ফরাসি জায়ান্টরা জাপান থেকে ইসরাইল যাবে। আগামী ৩১ জুলাই তেল আবিবে নঁতের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপে লড়াইয়ে নামবে পিএসজি।
এবারের গ্রীষ্মে নিস থেকে পিএসজিতে যোগ দেবার পর কালই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিলেন গালটিয়ার। ঘরোয়া জে-লিগ চলাকালীণ একটি দলের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচ খেলার সুযোগ পাওয়া পিএসজির জন্য দারুন ইতিবাচক হয়েছে বলেই গালটিয়ান মন্তব্য করেছেন। ছয়দিনের ব্যবধানে পিএসজিকে তিনটি ম্যাচ খেলতে হয়েছে। এ সম্পর্কে পিএসজি কোচ বলেন, ‘এই ধরনের ম্যাচ খেলার কারনে আমাদের ফিটনেস বৃদ্ধি পেয়েছে। আমরা প্রচুর অনুশীলণ করেছি। নতুন মৌসুমকে সামনে রেখে যা পুরো দলের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। সব মিলিয়ে এই সফর নিয়ে আমি দারুন সন্তুষ্ট। বিশেষ করে জে-লিগ চলাকালীণ দলগুলোর সাথে তিনটি ম্যাচ খেলতে পারাটা সত্যিই সৌভাগ্যের। জাপান সফরটা আমাদের জন্য বেশ কার্যকরী হয়েছে বলেই আমার বিশ্বাস।’
গাম্বার বিপক্ষে প্রথম ৭০ মিনিট মাঠে ছিলেন তারকা দুই ফরোয়ার্ড নেইমার ও মেসি। ২৮ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। এর চার মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার। আর্জেন্টাইন সতীর্থ মেসিকে দিয়ে নেইমার ৩৯ মিনিটে চতুর্থ গোল করিয়েছেন। তার দুই মিনিট আগে নুনো মেনডেজের গোলে পিএসজি ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে নেইমারের দ্বিতীয় গোলের যোগানদাতা ছিলেন মেসি। শেষ ৩০ মিনিটে মাঠে নামার সুযোগ পান ফরাসি তরুন এমবাপ্পে। ম্যাচ শেষে চার মিনিট আগে এমবাপ্পের স্পট কিকের গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী পিএসজি। যদিও ১৮ দলের জে-লিগ টেবিলের ১৬তম স্থানে থাকা গাম্বার বিপক্ষে ৩৪ ও ৭০ মিনিটে দুই গোল হজম করার বিষয়টি নিয়ে কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছে গালটিয়ার।
এ সম্পর্কে তিনি বলেন, ‘এখনো অনেক কাজ করার বাকি আছে। কারন আমরা জাপানীজ প্রতিপক্ষের বিপক্ষে দুই গোল হজম করেছি। যা মেনে নেয়া কঠিন। একটি বিষয় আমাদের নিশ্চিত করতে হবে বড় ব্যবধানে শুধু এগিয়ে থাকলে চলবে না, নিজেদের প্রতিরোধও করতে হবে। এ বিষয়ে আমাদের আরো বেশী দক্ষতা দেখাতে হবে।’
জাপান সফরের প্রথম ম্যাচে গত বুধবার জে-লিগ চ্যাম্পিয়ন কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে পিএসজি ২-১ গোলে ও তিনদিন পর দ্বিতীয় ম্যাচে উরাওয়া রেডসের বিপক্ষে ৩-০ গোলে জয়ী হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৮   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ