ভোজ্যতেলের বাজারে চরম অস্থিরতা

প্রথম পাতা » অর্থনীতি » ভোজ্যতেলের বাজারে চরম অস্থিরতা
বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২



গত তিন মাসের বেশি সময় ধরে দেশে ভোজ্যতেলের বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগও কোনো কাজে আসছে না।

ভোজ্যতেলের দাম গত কয়েক বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খুচরা পর্যায়ে প্রতি লিটার সর্বাধিক ১৬৮ টাকা বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে প্রতি মণ পাম অয়েল বিক্রি হচ্ছে ৫ হাজার ২৯০ টাকা এবং সয়াবিন ৫ হাজার ৭৫০ টাকা।

পাইকারি পর্যায়ে প্রতি মণ ভোজ্যতেল গত এক সপ্তাহের ব্যবধানে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। এখানে সপ্তাহ ব্যবধানে লিটারপ্রতি ৮ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

এ ছাড়া বোতলজাত ভোজ্যতেল সরবরাহ কমিয়ে দিয়েছেন পরিবেশকরা। এতে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। অপরদিকে দফায় দফায় দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা।

বাংলাদেশ সময়: ১৫:২৮:১২   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ