শীর্ষ দুই দলের লড়াইয়ে বসুন্ধরা কিংসের জয়

প্রথম পাতা » খেলা » শীর্ষ দুই দলের লড়াইয়ে বসুন্ধরা কিংসের জয়
মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২



---

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে খেলতে নেমেছিলো চলতি আসরের চ্যাম্পিয়ন ও রানারআপ দল। অনেকটা নিয়মরক্ষার এই ম্যাচের পুরো সময়ে দেখা গেছে টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত ঢাকা আবাহনীকে ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস।

বসুন্ধরা-আবাহনী মধ্যকার ম্যাচটির কোনো গুরুত্ব ছিল না। কেননা সর্বোচ্চ পয়েন্ট নিয়ে দুই ম্যাচ আগে থেকেই শিরোপা নিশ্চিত করেছেন জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর পক্ষেও তাদের অতিক্রম করা সম্ভব নয়।

নিজেদের মাঠে খেলতে নেমে শুরু থেকেই আবাহনীর অর্ধে চাপ ধরে খেলতে থাকে স্বাগতিক বসুন্ধরা কিংস। সেই সুবাদে ম্যাচের ২২তম মিনিটের প্রথম গোলের দেখা পায় অস্কার ব্রুজেনের শিষ্যরা। ম্যাচের প্রথম গোলটি করেন নুহা মারং। তবে সমতায় থেকেই বিরতিতে যায় আবাহনী। যোগ করা সময়ে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন।

দ্বিতীয় দ্বিতীয়ার্ধে প্রথমদিকে অনেকটা ম্যাড়ম্যাড়ে খেলা হয়েছে। যেন কারও গোলের দরকার নেই। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুদলই তাদের আক্রমণের ধার বাড়িয়ে দেয়। অবশ্য আবাহনী তৎক্ষণাৎ সুবিধা করতে না পারলেও দ্বিতীয় গোল পেয়ে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। রবিনহো গোল করে দলকে আবারও লিড এনে দেন।

আপাতদৃষ্টিতে মনে হচ্ছিলো ২-১ ব্যবধানে শেষ হবে ম্যাচ। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটের রবিনহোর দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা। মিনিট পাঁচেক পর একটি গোল পরিশোধ করে আবাহনী। কিন্তু তাদের পক্ষে হার ঠেকানো সম্ভব হয়নি। ম্যাচটি শেষে হয়েছে ৩-২ গোল ব্যবধানে।

এ জয়ের পলে ২১ ম্যাচ শেষে বসুন্ধরার সংগ্রহ দাঁড়ায় ৫৪ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ঢাকার সংগ্রহ ৪৪। এছাড়া সমান ৩৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বাংলাদেশ সময়: ০:০১:৩৯   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ